Infinix Hot 50 Pro plus 4G মোবাইলের সাথে যা যা থাকছে

Table of Contents
Infinix Hot 50 Pro plus 4G ফোনটির সাথে প্রথমেই থাকছে 33 ওয়ার্ডের একটি চার্জার । এরপর রয়েছে ট্রান্সপারেন্ট একটি হার্ড ব্যাক কভার এবং একটি স্কিন প্রটেক্টর । সাধারনতা যখন কোন কার্ভডিসপ্লে ফোন বাজারে আসে তখন তার সাথে স্কিন প্রটেক্টর পাওয়া যায় না কিন্তু ইনফিনিক্স এর ফোনটির সাথে আপনারা স্কিন প্রটেক্টর টি পেয়ে যাচ্ছেন । এরপর ইউজার ম্যানুয়াল রয়েছে , সিম ইজেক্টর রয়েছে এবং চার্জার এর সঙ্গে সি কেবল রয়েছে ।
Infinix Hot 50 Pro plus 4G মোবাইলের বাংলাদেশের দাম কত
Infinix Hot 50 Pro plus 4G মোবাইল বাংলাদেশে মার্কেটে ১১ই নভেম্বর ২০২৪ এ রিলিজ হয়েছে । ফোনটি বাংলাদেশ অফিসিয়াল ও আনঅফিশিয়াল বিক্রি শুরু হয়েছে । বাংলাদেশে ফোনটির 8GB রাম এবং 256GB রোম এর অফিসিয়াল প্রাইজ 23,999 টাকা ।
Infinix Hot 50 Pro plus 4G মোবাইলের বডি সাইজ
ইনফিনিক্স হট 50 প্রো প্লাস ৪জি ফোনটি বিশ্বের সবথেকে স্লিম স্মার্টফোন । এই ফোনটির ওজন হচ্ছে 162 গ্রাম এবং ফোনটির পুরুত্ব হল মাত্র 6.8 মিলিমিটার । এই ফোনটির ক্যামেরা মোটামুটি পারফেক্ট । ফোনটির রেয়ার পার্ট প্লাস্টিক এবং এর সাইট ফ্রেমও প্লাস্টিক । মূলত এইটা প্লাস্টিক ভিলডের তৈরি একটি ফোন । এই ফোনটির দৈর্ঘ্য 164.1mm এবং প্রস্থ 74.4 mm । ফোনটিতে IP54 রেটিং থাকায় ফোনটিকে ধুলা বা জলের ঝাপটা থেকে সহজে রক্ষা করা যায় । এই ফোনটির উপরের দিকে রয়েছে Secondary Noise Cancellation mic এবং তার পাশেই রয়েছে JBL স্পিকার ।
ইনফিনিক্স হট 50 প্রো প্লাস ৪জি মোবাইলের ডিসপ্লে টাইপ

ইনফিনিক্স এর এই ফোনটিতে সবচেয়ে বড় আকর্ষণ হল এর 3D Curved ডিসপ্লে । এই প্রথমবার মাত্র ২৪ হাজারের কোন স্মার্টফোনে থ্রিডি কার্ভড ডিসপ্লে পাওয়া যাচ্ছে । এই ডিসপ্লের কোয়ালিটি এবং কালার যথেষ্ট ভালো । ফোনটির ডিসপ্লের পিক ব্রাইটনেস 1300 nits যার কারনে আউটডোরে সূর্যের আলোতে ফোনটিকে অপারেট করতে কোন রকম প্রবলেম ফেস করতে হবে না । ডিসপ্লে তে 100% ডিসিআইপিসি কালার রয়েছে । এই ফোনটির ডিসপ্লে তে TUB Low blue light সার্টিফিকেশন রয়েছে । যারা স্মার্টফোন দীর্ঘক্ষণ ব্যবহার করে থাকেন এই সার্টিফিকেশনের মাধ্যমে তাদের চোখকে কিছুটা হলেও রক্ষা করে ।
Infinix Hot 50 Pro plus 4G মোবাইলের ডিসপ্লে সাইজ
এই ফোনটিতে 120HZ রিফ্রেশ রেটের একটি অ্যামোলেড প্যানেল রয়েছে । মোবাইলটি 6.78 ইঞ্চির একটি ফুল HD+ অ্যামুলেড ডিসপ্লে । এই ফোনটির ডিসপ্লের রেজুলেশন 2436 পিক্সেল থেকে 1080 পিক্সেল । ফোনটিতে 120Hz রিফ্রেশ রেটের সঙ্গে 360Hz এর টাচ Sampling রেড থাকাই সবকিছুতে স্মুথ একটি এক্সপেরিয়েন্স হবে । এই ফোনটির স্কিন টু বডি রেশিও 90.0% । এই মোবাইলের ডিসপ্লেতে কর্ণিং গরিলা গ্লাস এর প্রোটেকশন থাকছে ।
ইনফিনিক্স হট 50 প্রো প্লাস ফোরজি মোবাইলের অপারেটিং সিস্টেম
Infinix Hot 50 Pro plus 4G ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে XOS 14.5 । যাকে সাপোর্ট করছে এন্ড্রয়েড 14 । এর UI ইন্টারফেস এবং আইকন গুলো বেশ সাজানো গোছানো । ফোনটিতে ইউ আই ফ্রেন্ডলি বেশ কিছু কাস্টমাইজ ফিচারও রয়েছে । যার মধ্যে রয়েছে অ্যাপ লক, ডিফল্ট কল রেকর্ডিং বিশেষভাবে উল্লেখযোগ্য । আপনারা এক্সটার্নাল 1 টেরাবাইট পর্যন্ত এইচডি কার্ড ব্যবহার করতে পারবে । এই ফোনটির সাথে 1 মেজর এন্ড্রয়েড আপডেট থাকছে ।Call of duty তে এই ফোনটির পারফরম্যান্স ও অনেক ভালো । ফোনটির অ্যাপ ওপেনিং এবং ক্লোজিং টাইম বেশ ঠিকঠাক রয়েছে। এই ফোনটিতে তারা বিশ্বের প্রথম TUV ফ্লুয়েন্সে তারা সার্টিফিকেশন দিচ্ছে অর্থাৎ পাঁচ বছর ফোনটি স্মুদলি চালানোর নিশ্চয়তা দিচ্ছে ।
আরো পড়ুন – Xiaomi Redmi Note 14
Infinix Hot 50 Pro plus 4G মোবাইলের প্রসেসর
Infinix Hot 50 Pro plus 4G ফোনটির সাথে সিপিইউ চিপসেট হিসেবে মিডিয়াটেক Helio G100 যেটি সিক্স ন্যানোমিটার আর্কিটেকচার এ তৈরি । ফোনটিতে জিপিও হিসেবে থাকছে Mali G57 MC2 । ফোনটির সিপিইউ হিসেবে অক্টাকর এ দুইটি 2.2 GHz কনটেক্স এ 76 এবং ছয়টি 2.0 GHz কনটেক্স এ 55 রয়েছে ।
ইনফিনিক্স হট 50 প্রো প্লাস ৪জি র্যাম এবং রোম
এই ফোনটিতে 8GB ফিজিক্যাল Ram রয়েছে । ব্যবহারকারীরা সাথে আরো 8GB ভার্চুয়াল Ram করতে পারবে । ফোনটির Ram টাইপ LPDDR4X । এতে 256GB স্টোরেজ রয়েছে । যার রোম টাইপ UFS 2.2 । যার ফলে ডাটা রিড এবং রাইটস স্পিড যথেষ্ট ভালো পাওয়া যাবে । ফোনটির রাম ম্যানেজমেন্ট ও অনেক ভালো ।
ইনফিনিক্স হট 50 প্রো প্লাস ৪জি মোবাইলের সেন্সর গুলো
এই ফোনটিতে থাকা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসরটি বেশ ফাস্ট এবং একুররিড কাজ করে । এই ফোনটিতে আরো accelerometer ,gyro,proximity ,compass সেন্সর রয়েছে ।এই ফোনটি দুইটি সিম কার্ড এবং একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহার করতে পারবে । ফোনটির আদার্স ফিচারের মধ্যে কল কোয়ালিটি ,নেটওয়ার্ক কানেক্টিভিটি , ডাউনলোড আপলোড Speed এর অংশগুলোতে কোন ধরনের প্রবলেম ফেস করতে হবে না ।
Infinix Hot 50 Pro plus 4G মোবাইলের ক্যামেরা
Infinix Hot 50 Pro plus 4G এর এই ফোনটিতে ব্যাক সাইডে থাকছে ডুয়েল ক্যামেরার সেটাপ । ফোনটিতে মেইন ক্যামেরা হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা এবং এর পাশাপাশি থাকছে একটি 2 মেগাপিক্সেলের Depth sensor ক্যামেরা । এই ফোনটিতে বেশ কিছু এ আই ফিচার যুক্ত করা হয়েছে যার মধ্যে AI ইরেজার রয়েছে । এই ফোনটির এই ফোনটির সেলফি ক্যামেরা হিসেবে থাকছে ১৩ মেগাপিক্সেলের একটি ক্যামেরা । ফোনটির রিয়ার ক্যামেরা ডে লাইট এবং প্রোপার লাইট কন্ডিশনে তোলা ছবির ডিটেলস এবং শার্পনেস পারফেক্ট হয় । ছবিতে ডায়নামিক রেঞ্জ ও ঠিকঠাক মত রয়েছে এবং সেলফি ক্যামেরা তে ছবি তোলার সময় এটি স্মুদ করে ।
Infinix Hot 50 Pro plus 4G মোবাইলের ভিডিও
Infinix Hot 50 Pro plus 4G ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 2k 30fps এ ভিডিও করা যায় । ভিডিওর কোয়ালিটি ঠিকঠাক রয়েছে । এই ফোনের ভিডিওর স্টেবিলাইজেশনে অনেক সুন্দর ।
ইনফিনিক্স হট 50 প্রো প্লাস ৪জি মোবাইলের ব্যাটারি
এই ফোনটির সাথে 5000 mAh এর ব্যাটারির পাশাপাশি 33 ওয়ার্ডের একটি চার্জার দেওয়া হয়েছে । যা ফোনটির বাজেটের সাথে একদম পারফেক্ট । এই ফোনটি হেবি ইউজ করে টানা একদিন ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে এবং নরমাল ইউজ এর মাধ্যমে প্রায় দেড় দিন ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে ।
আরো পড়ুন – Infinix Hot 50 pro plus 4G
Conclusion
এই মুহূর্তে এখন বিশ্বের সবথেকে স্লিম ফোন হল Infinix Hot 50 Pro plus 4G যার ওজন মাত্র 162 গ্রাম । স্লিম ডিজাইন ছাড়াও এতে 3D Curved এমোলেড ডিসপ্লে রয়েছে । ফোনটিতে আরও মিডিয়াটেক Helio G100 গেমিং প্রসেসর রয়েছে । এই মোবাইলে 50 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরার পাশাপাশি 33 ওয়ার্ডের ফাস্ট চার্জার থাকছে । ফোনটিতে IP54 রেটিং থাকায় ফোনটিকে ধুলা বা জলের ঝাপটা থেকে সহজে রক্ষা করা যায় ।এই মোবাইলের ডিসপ্লেতে কর্ণিং গরিলা গ্লাস এর প্রোটেকশন থাকছে । ফোনটির ডিসপ্লের পিক ব্রাইটনেস 1300 nits । যার কারনে আউটডোরে সূর্যের আলোতে ফোনটিকে অপারেট করতে কোন রকম প্রবলেম ফেস করতে হবে না । ডিসপ্লে তে 100% ডিসিআইপিসি কালার রয়েছে । এই ফোনটিতে থাকা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসরটি বেশ ফাস্ট এবং একুররিড কাজ করে । ফোনটিতে তারা বিশ্বের প্রথম TUV সার্টিফিকেশন দিচ্ছে অর্থাৎ পাঁচ বছর ফোনটি স্মুদলি চালানোর নিশ্চয়তা দিচ্ছে ।এই ফোনটিতে 8GB ফিজিক্যাল Ram রয়েছে এবং তার সাথে আরো 8GB ভার্চুয়াল Ram রয়েছে । বাজেট এবং ফিচার অনুযায়ী Infinix Hot 50 Pro plus 4G ফোনটি সেরা কার্ড ডিসপ্লে ফোন ।
Infinix Hot 50 Pro plus 4G (FAQ)
প্রশ্ন : ইনফিনিক্স হট 50 প্রো প্লাস ৪জি ফোনটি কি জল এবং ধুলো প্রতিরোধ করে?
উত্তর: হ্যাঁ ,ইনফিনিক্স হট 50 প্রো প্লাস ফোরজি ফোনটিতে IP54 রেটিং থাকার কারণে ফোনটি ধুলো এবং জল প্রতিরোধ করে ।
প্রশ্ন : Infinix Hot 50 Pro plus 4G ফোনটি কি ফাস্ট চার্জিং সাপোর্ট করে ?
উত্তর : হ্যাঁ ,Infinix Hot 50 Pro plus 4G ফোনটির সাথে 5000 এম্পিয়ারের ব্যাটারির সঙ্গে 33 ওয়ার্ডের একটি চার্জার রয়েছে । যার কারণে ফোনটি খুব দ্রুত চার্জ করা যায় ।
প্রশ্ন : ইনফিনিক্স হট 50 প্রো প্লাস ৪জি মোবাইলটির ওজন কত ?
উত্তর : ইনফিনিক্স হট 50 প্রো প্লাস ৪জি মোবাইলটি বিশ্বে প্রথম একদম স্লিম ফোন যার ওজন মাত্র 162 গ্রাম ।