Infinix Hot 50 Pro plus 4G Price in Bangladesh | ফিচার এবং দাম

Infinix Hot 50 Pro plus 4G মোবাইলের সাথে যা যা থাকছে 

Infinix Hot 50 Pro plus 4G
Infinix Hot 50 Pro plus 4G

Table of Contents

Infinix Hot 50 Pro plus 4G ফোনটির সাথে প্রথমেই থাকছে 33 ওয়ার্ডের একটি চার্জার । এরপর রয়েছে ট্রান্সপারেন্ট একটি হার্ড ব্যাক কভার এবং একটি স্কিন প্রটেক্টর  । সাধারনতা যখন কোন কার্ভডিসপ্লে ফোন বাজারে আসে তখন তার সাথে স্কিন প্রটেক্টর পাওয়া যায় না কিন্তু ইনফিনিক্স এর ফোনটির সাথে আপনারা স্কিন প্রটেক্টর টি পেয়ে যাচ্ছেন । এরপর ইউজার ম্যানুয়াল রয়েছে , সিম ইজেক্টর রয়েছে এবং চার্জার এর সঙ্গে সি কেবল রয়েছে । 

Infinix Hot 50 Pro plus 4G  মোবাইলের বাংলাদেশের দাম কত

Infinix Hot 50 Pro plus 4G মোবাইল বাংলাদেশে মার্কেটে ১১ই নভেম্বর ২০২৪ এ রিলিজ হয়েছে । ফোনটি বাংলাদেশ অফিসিয়াল ও আনঅফিশিয়াল বিক্রি শুরু হয়েছে । বাংলাদেশে ফোনটির 8GB রাম এবং 256GB  রোম এর অফিসিয়াল প্রাইজ 23,999 টাকা ।

Infinix Hot 50 Pro plus 4G মোবাইলের বডি সাইজ

ইনফিনিক্স হট 50 প্রো প্লাস ৪জি ফোনটি বিশ্বের সবথেকে স্লিম স্মার্টফোন । এই ফোনটির ওজন হচ্ছে 162 গ্রাম এবং ফোনটির পুরুত্ব হল মাত্র 6.8 মিলিমিটার । এই ফোনটির ক্যামেরা মোটামুটি পারফেক্ট । ফোনটির রেয়ার পার্ট প্লাস্টিক এবং এর সাইট ফ্রেমও প্লাস্টিক । মূলত এইটা প্লাস্টিক ভিলডের তৈরি একটি ফোন । এই ফোনটির দৈর্ঘ্য 164.1mm এবং প্রস্থ 74.4 mm । ফোনটিতে IP54 রেটিং থাকায় ফোনটিকে ধুলা বা জলের ঝাপটা থেকে সহজে রক্ষা করা যায় । এই ফোনটির উপরের দিকে রয়েছে Secondary Noise Cancellation mic এবং তার পাশেই রয়েছে JBL স্পিকার । 

ইনফিনিক্স হট 50 প্রো প্লাস ৪জি মোবাইলের ডিসপ্লে টাইপ

Infinix Hot 50 Pro plus 4G
Infinix Hot 50 Pro plus 4G

ইনফিনিক্স এর এই ফোনটিতে সবচেয়ে বড় আকর্ষণ হল এর 3D Curved ডিসপ্লে । এই প্রথমবার মাত্র ২৪ হাজারের কোন স্মার্টফোনে থ্রিডি কার্ভড ডিসপ্লে পাওয়া যাচ্ছে । এই ডিসপ্লের কোয়ালিটি এবং কালার যথেষ্ট ভালো । ফোনটির ডিসপ্লের পিক ব্রাইটনেস 1300 nits যার কারনে আউটডোরে সূর্যের আলোতে ফোনটিকে অপারেট করতে কোন রকম প্রবলেম ফেস করতে হবে না । ডিসপ্লে তে 100% ডিসিআইপিসি কালার রয়েছে । এই ফোনটির ডিসপ্লে তে TUB Low blue light সার্টিফিকেশন রয়েছে । যারা স্মার্টফোন দীর্ঘক্ষণ ব্যবহার করে থাকেন এই সার্টিফিকেশনের মাধ্যমে তাদের চোখকে কিছুটা হলেও রক্ষা করে । 

Infinix Hot 50 Pro plus 4G মোবাইলের ডিসপ্লে সাইজ

এই ফোনটিতে 120HZ রিফ্রেশ রেটের একটি অ্যামোলেড প্যানেল রয়েছে । মোবাইলটি 6.78 ইঞ্চির একটি ফুল HD+ অ্যামুলেড ডিসপ্লে ।  এই ফোনটির ডিসপ্লের রেজুলেশন 2436 পিক্সেল থেকে 1080 পিক্সেল । ফোনটিতে 120Hz রিফ্রেশ রেটের সঙ্গে 360Hz এর টাচ Sampling রেড থাকাই সবকিছুতে স্মুথ একটি এক্সপেরিয়েন্স হবে । এই ফোনটির স্কিন টু বডি রেশিও 90.0% । এই মোবাইলের ডিসপ্লেতে কর্ণিং গরিলা গ্লাস এর প্রোটেকশন থাকছে । 

ইনফিনিক্স হট 50 প্রো প্লাস ফোরজি মোবাইলের অপারেটিং সিস্টেম

Infinix Hot 50 Pro plus 4G ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে XOS 14.5 । যাকে সাপোর্ট করছে এন্ড্রয়েড 14 । এর UI ইন্টারফেস এবং আইকন গুলো বেশ সাজানো গোছানো । ফোনটিতে ইউ আই ফ্রেন্ডলি বেশ কিছু কাস্টমাইজ ফিচারও রয়েছে । যার মধ্যে রয়েছে অ্যাপ লক, ডিফল্ট কল রেকর্ডিং বিশেষভাবে উল্লেখযোগ্য । আপনারা এক্সটার্নাল 1 টেরাবাইট পর্যন্ত এইচডি কার্ড ব্যবহার করতে পারবে । এই ফোনটির সাথে 1 মেজর এন্ড্রয়েড আপডেট থাকছে ।Call of duty তে এই ফোনটির পারফরম্যান্স ও অনেক ভালো । ফোনটির অ্যাপ ওপেনিং এবং ক্লোজিং টাইম বেশ ঠিকঠাক রয়েছে। এই ফোনটিতে তারা বিশ্বের প্রথম TUV ফ্লুয়েন্সে তারা সার্টিফিকেশন দিচ্ছে অর্থাৎ পাঁচ বছর ফোনটি স্মুদলি চালানোর নিশ্চয়তা দিচ্ছে ।

আরো পড়ুন – Xiaomi Redmi Note 14

Infinix Hot 50 Pro plus 4G মোবাইলের প্রসেসর 

Infinix Hot 50 Pro plus 4G ফোনটির সাথে সিপিইউ চিপসেট হিসেবে মিডিয়াটেক Helio G100 যেটি সিক্স ন্যানোমিটার আর্কিটেকচার এ তৈরি ।  ফোনটিতে জিপিও হিসেবে থাকছে Mali G57 MC2 । ফোনটির সিপিইউ হিসেবে অক্টাকর এ  দুইটি 2.2 GHz কনটেক্স এ 76 এবং ছয়টি 2.0 GHz কনটেক্স এ 55 রয়েছে । 

ইনফিনিক্স হট 50 প্রো প্লাস ৪জি  র‌্যাম  এবং রোম

এই ফোনটিতে 8GB ফিজিক্যাল Ram রয়েছে । ব্যবহারকারীরা  সাথে আরো 8GB ভার্চুয়াল Ram করতে পারবে । ফোনটির Ram টাইপ LPDDR4X । এতে 256GB স্টোরেজ রয়েছে । যার রোম টাইপ UFS 2.2 ।  যার ফলে ডাটা রিড এবং রাইটস স্পিড  যথেষ্ট ভালো পাওয়া যাবে । ফোনটির রাম ম্যানেজমেন্ট ও অনেক ভালো । 

ইনফিনিক্স হট 50 প্রো প্লাস ৪জি মোবাইলের সেন্সর গুলো

এই ফোনটিতে থাকা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসরটি বেশ ফাস্ট এবং একুররিড কাজ করে । এই ফোনটিতে আরো accelerometer ,gyro,proximity ,compass সেন্সর রয়েছে ।এই ফোনটি দুইটি সিম কার্ড এবং একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহার করতে পারবে । ফোনটির আদার্স ফিচারের মধ্যে কল কোয়ালিটি ,নেটওয়ার্ক কানেক্টিভিটি , ডাউনলোড আপলোড Speed এর অংশগুলোতে কোন ধরনের প্রবলেম ফেস করতে হবে না ।

Infinix Hot 50 Pro plus 4G মোবাইলের ক্যামেরা

Infinix Hot 50 Pro plus 4G এর এই ফোনটিতে ব্যাক সাইডে থাকছে ডুয়েল ক্যামেরার সেটাপ । ফোনটিতে মেইন ক্যামেরা হিসেবে থাকছে 50  মেগাপিক্সেলের ক্যামেরা এবং এর পাশাপাশি থাকছে একটি 2 মেগাপিক্সেলের Depth sensor ক্যামেরা । এই ফোনটিতে বেশ কিছু এ আই ফিচার যুক্ত করা হয়েছে যার মধ্যে AI ইরেজার রয়েছে । এই ফোনটির এই ফোনটির সেলফি ক্যামেরা হিসেবে থাকছে ১৩ মেগাপিক্সেলের একটি ক্যামেরা । ফোনটির রিয়ার ক্যামেরা ডে লাইট এবং প্রোপার লাইট কন্ডিশনে তোলা ছবির ডিটেলস এবং শার্পনেস পারফেক্ট হয় । ছবিতে ডায়নামিক রেঞ্জ ও ঠিকঠাক মত রয়েছে এবং সেলফি ক্যামেরা তে ছবি তোলার সময় এটি  স্মুদ করে ।   

Infinix Hot 50 Pro plus 4G মোবাইলের ভিডিও

Infinix Hot 50 Pro plus 4G ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 2k 30fps এ ভিডিও করা যায় । ভিডিওর কোয়ালিটি ঠিকঠাক রয়েছে । এই ফোনের ভিডিওর স্টেবিলাইজেশনে অনেক সুন্দর ।

ইনফিনিক্স হট 50 প্রো প্লাস ৪জি মোবাইলের ব্যাটারি

এই ফোনটির সাথে 5000 mAh  এর ব্যাটারির পাশাপাশি 33 ওয়ার্ডের একটি চার্জার দেওয়া হয়েছে । যা ফোনটির বাজেটের সাথে একদম পারফেক্ট । এই ফোনটি হেবি ইউজ করে টানা একদিন ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে এবং নরমাল ইউজ এর মাধ্যমে প্রায় দেড় দিন ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে ।

আরো পড়ুন – Infinix Hot 50 pro plus 4G

Conclusion

এই মুহূর্তে এখন বিশ্বের সবথেকে স্লিম ফোন হল Infinix Hot 50 Pro plus 4G যার ওজন মাত্র 162 গ্রাম । স্লিম ডিজাইন ছাড়াও এতে 3D Curved এমোলেড ডিসপ্লে রয়েছে । ফোনটিতে আরও মিডিয়াটেক Helio G100 গেমিং প্রসেসর রয়েছে । এই মোবাইলে 50 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরার পাশাপাশি 33 ওয়ার্ডের ফাস্ট চার্জার থাকছে ।  ফোনটিতে IP54 রেটিং থাকায় ফোনটিকে ধুলা বা জলের ঝাপটা থেকে সহজে রক্ষা করা যায় ।এই মোবাইলের ডিসপ্লেতে কর্ণিং গরিলা গ্লাস এর প্রোটেকশন থাকছে । ফোনটির ডিসপ্লের পিক ব্রাইটনেস 1300 nits । যার কারনে আউটডোরে সূর্যের আলোতে ফোনটিকে অপারেট করতে কোন রকম প্রবলেম ফেস করতে হবে না । ডিসপ্লে তে 100% ডিসিআইপিসি কালার রয়েছে । এই ফোনটিতে থাকা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসরটি বেশ ফাস্ট এবং একুররিড কাজ করে । ফোনটিতে তারা বিশ্বের প্রথম TUV  সার্টিফিকেশন দিচ্ছে অর্থাৎ পাঁচ বছর ফোনটি স্মুদলি চালানোর নিশ্চয়তা দিচ্ছে ।এই ফোনটিতে 8GB ফিজিক্যাল Ram রয়েছে এবং তার সাথে আরো 8GB ভার্চুয়াল Ram রয়েছে । বাজেট এবং ফিচার অনুযায়ী Infinix Hot 50 Pro plus 4G ফোনটি সেরা কার্ড ডিসপ্লে ফোন ।

Infinix Hot 50 Pro plus 4G (FAQ)

প্রশ্ন : ইনফিনিক্স হট 50 প্রো প্লাস ৪জি ফোনটি কি জল এবং ধুলো প্রতিরোধ করে?

উত্তর: হ্যাঁ ,ইনফিনিক্স হট  50 প্রো প্লাস ফোরজি ফোনটিতে IP54 রেটিং থাকার কারণে ফোনটি ধুলো এবং জল প্রতিরোধ করে ।

প্রশ্ন : Infinix Hot 50 Pro plus 4G ফোনটি কি ফাস্ট চার্জিং সাপোর্ট করে ?

উত্তর : হ্যাঁ ,Infinix Hot 50 Pro plus 4G ফোনটির সাথে 5000 এম্পিয়ারের ব্যাটারির সঙ্গে 33 ওয়ার্ডের একটি চার্জার রয়েছে । যার কারণে ফোনটি খুব দ্রুত চার্জ করা যায় ।

প্রশ্ন :  ইনফিনিক্স হট 50 প্রো প্লাস ৪জি মোবাইলটির ওজন কত ?

উত্তর :  ইনফিনিক্স হট 50 প্রো প্লাস ৪জি মোবাইলটি বিশ্বে প্রথম একদম স্লিম ফোন যার ওজন মাত্র 162 গ্রাম ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top