Vivo X200 Pro মোবাইলের সাথে যা যা থাকছে

Table of Contents
Vivo X200 Pro ফোনটির সাথে প্রথমেই থাকছে বিভিন্ন Documentation , সিম ইজেক্টর পিন ,ট্রান্সপ্যারেন্ট কভার । এরপর রয়েছে একটা USB Type C-A Cable এবং 120 ওয়ার্ডের ফার্স্ট চার্জার । ফোনটিতে 120 ওয়ার্ডের ফার্স্ট চার্জার থাকলেও 90 ওয়ার্ডের ফার্স্ট চার্জার সাপোর্ট করে ।
Vivo X200 Pro মোবাইলের বডি সাইজ
Vivo X200 Pro এই ফোনটির ব্যাকসাইড এবং ফ্রন্ট এ Armor গ্লাস এর প্রটেকশন রয়েছে । যার ফলে ফোনে কোন ক্র্যাচ পড়ার সম্ভাবনা নেই । এই ফোনটির ওজন 223 গ্রাম । এটি একটি প্রিমিয়াম এবং ফ্লাগশিপ ফোন তাইএই ফোনটির ফ্রেম পুরোপুরি মেটাল এর তৈরি । মোবাইলটির দৈর্ঘ্য 162.4 mm ,প্রস্থ 76 মিলিমিটার ।এই ফোনটি দুইটি কালার এসেছে একটি Titanium Grey এবং আরেকটি Cosmos Black । ফোনটির পুরুত্ব 8.38 মিলিমিটার ।
ডিসপ্লে টাইপ
এই মোবাইলে Amoled ডিসপ্লে রয়েছে । এই ফোনটির ডিসপ্লের কোয়ালিটি অনেক ভালো এবং ডিসপ্লেটি 4500 nits পর্যন্ত পিক ব্রাইটনেস দিয়ে থাকে । যার ফলে সানলাইট এ কোন অসুবিধা হয় না । এটি একটি ফ্লাগশিপ ফোন । এই প্রথমবার ভিভো X সিরিজ এ Vivo Quad Curved ডিসপ্লে দিয়েছে । এই ফোনটির রিফ্রেশ রেট 120 Hz এবং ফোনটি HDR10+ সাপোর্ট করে । ফোনটিতে IP69 রেটিং থাকার কারণে ফোনটি দেড় মিটার জলে 30 মিনিট পর্যন্ত থাকলেও ফোনটির ক্ষতি হওয়ার ভয় থাকবে না ।
ফোনের ডিসপ্লে সাইজ
এই ফোনটিতে 6.78 ইঞ্চি LTPO 2K ডিসপ্লে রয়েছে । এই ফোনটির ডিসপ্লে Amoled এবং ডিসপ্লের স্কিন টু বডি রেশিও 90.3% । এই ফোনটির ডিসপ্লে তে Netflix HDR এবং Baby Vision এর সাপোর্ট রয়েছে । এই ফোনটির সাথে ডুয়েল Stereo স্পিকার ,Dolby Atmos এর সাপোর্ট রয়েছে । মোবাইল টির ডিসপ্লে রেজুলেশন 1260p থেকে 2800p পর্যন্ত এবং ফোনটির পিক্সেল ডেনসিটি 452 ppi ।
আরো পড়ুন – Xiaomi Redmi Note 14
Vivo X200 Pro ফোনের অপারেটিং সিস্টেম
এই ফোনটি একটি ফ্লাগশিপ ফোন হওয়ার কারণে ফোনটিতে এন্ড্রয়েড 15 দেওয়া হয়েছে । ফোনটিতে এন্ড্রয়েড 15 এর উপর ফানটাচ OS15 রয়েছে । এই ফোনটিতে চার বছরের এন্ড্রয়েড আপডেট এবং পাঁচ বছরের সিকিউরিটি আপডেট দেওয়া হয়েছে । এই ফোনটির সাথে Wi-Fi 7 ,Bluetooth 5.4 এবং প্রচুর ফাইভ-জি ব্র্যান্ডের সাপোর্ট রয়েছে ।
Vivo X200 Pro ফোনের প্রসেসর

Vivo X200 Pro ফোনটিতে মিডিয়াটেক Dimensity 9400 প্রসেসর এবং V3+ চিপ রয়েছে । যার ফলে ভিভোর এই ফোনটিতে তোলা ছবি অনেক ভালো প্রসেসিং করতে পারে । ফোনটি যেহেতু একটি ফ্ল্যাগশীপ ফোন তাই এটির প্রসেসরও গরম হয় না এবং ফোনটি স্মুদলি চালানো যায় । এই ফোনটির প্রসেসর 3 ন্যানোমিটার । ফোনটিতে সিপিইউ Octa-Core । এই প্রসেসারে একটি 3.63 GHz , তিনটি 3.3 GHz এবং চারটি 2.4 GHz প্রসেসর কোর রয়েছে । ফোনটির জি পি ইউ হিসেবে Immortalis-G925 রয়েছে ।
ফোনের র্যাম এবং রম
এই ফোনটি মার্কেটে তিনটি ভার্সনে এসেছে। 256GB Rom 12GB Ram ,512GB Rom 16GB Ram ,1TB Rom 16GB Ram । এই ফোনটি স্টোরেজ টাইপ UFS 4.0 সাপোর্ট করে ।
Vivo X200 Pro মোবাইলের ক্যামেরা
Vivo X200 Pro ফোনটির ক্যামেরা ডিএসএলআর ক্যামেরা কেউ পিছিয়ে রেখেছে । ফোনটির ক্যামেরা ইন্ডিয়ার হাইস্ট 200MP Zeiss Apo টেলি ফটো ক্যামেরা রয়েছে । ফোনটিতে ইন্ডিয়ার ফার্স্ট সুপার ল্যান্ডস্কেপ মুড রয়েছে । এই ফোনটিতে পোর্ট্রেট মুডে ছবি তোলার ক্ষেত্রে ফোনটি সর্বোচ্চ মাইলস্টোন কে ছুঁয়ে ফেলেছে । Vivo এর ফোনের একটা ক্যামেরাতেই 35 মিলিমিটার ছবি তোলার সুবিধা , 50 মিলিমিটার এ ছবি তোলার সুবিধা এবং সব থেকে ইন্টারেস্টিং যেটা 85 মিলিমিটার লেন্স এ ছবি তোলার সুবিধা দিয়েছে । ভিভোর এই ফোনটিতে 85 মিলিমিটার লেন্স দিয়ে ছবি তুললে পোট্রেট মুডে বেস্ট কোয়ালিটির ছবি আসে । এরপরেও vivo 135 মিলিমিটার লেন্সে ছবি তোলার সুবিধা দিয়েছে এবং ফোনটি ছবির কালার ম্যানেজ করার ক্ষেত্রেও খুবই ভালো পারফরম্যান্স করে । এই ফোনের ২০০ মেগা পিকচার ক্যামেরাতে জাইস এপিও হাইপার জুমলেস লেন্স রয়েছে । ভিভো রাতে ছবি তোলার জন্য টেলি ফটো নাইট স্টেপ দিয়েছে এবং এর কারণে নাইট মোড না চালিয়েও ছবির ডিটেলস অনেক ভালো আসবে ।
Vivo X200 Pro ফোনের ভিডিও
Vivo X200 Pro ফোনটি ভিডিওর ক্ষেত্রে এখানে 4k HDR সিনেমাটিক পোর্ট্রেট ভিডিও তোলা যায় । এছাড়াও ফোনটিতে 4k 120fps স্লো মোশনে ও ভিডিও শুট করা সম্ভব । এর ভিডিও কোয়ালিটি কোথাও পিছিয়ে নেই । ভিডিওর কোয়ালিটি 8k পর্যন্ত আপনারা ভিডিও রেকর্ড করতে পারবেন এছাড়াও ফ্রন্ট ক্যামেরাতে 4k রেকর্ডিং ভিডিও এর সুবিধা রয়েছে । ভিডিওকে স্টেবল করার জন্য ভিভো স্পেশাল টেকনোলজি ইউজ করেছে ।
ব্যাটারি ক্ষমতা
এই ফোনটিতে ইন্ডিয়ার ফার্স্ট Semi-Solid State ব্যাটারি রয়েছে । এই ফোনটিতে 6000 mAh ব্যাটারি আছে ।এই ব্যাটারিটি সেমি সলিড স্টেট ব্যাটারি যার ফলে ব্যাটারিটি সহজে ডিসচার্জ হবে না এবং দীর্ঘদিন চলবে সেই ব্যাপারে ভিভো নিশ্চয়তা দিয়েছে । এই ফোনে ডুয়েল সেল ব্যাটারি রয়েছে । সেটাকে দুটো ভাগে চার্জ দেওয়া হয়েছে । ডুয়েল সেল ব্যাটারীকে ১০০ ওয়ার্ডের ফাস্ট চার্জ দিলে সেটি সবথেকে ভালোভাবে পারফর্ম করে । ব্যাটারির আয়ু দীর্ঘমেয়াদি করতে ভিভো এই ফ্লাগ সিপ ফোনে এত বড় ব্যাটারি দেওয়া সত্বেও তারা ৯০ ওয়ার্ডের ফাস্ট চার্জিং রেখেছে । এর ফলে এই ফোনের ব্যাটারি ব্যাকআপ অনেক বেশি পাওয়া যাবে এবং ব্যাটারি দীর্ঘমেয়াদি হবে ।
মোবাইলের সেন্সর গুলি
ফোনটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে যা খুবই ফাস্ট ।এই ফোনে ফান্ড টাচ OS ফিচার রয়েছে যার ফলে এখানে এ আই ইরেজার , এ আই ফটো ইমেজের সেন্সর রয়েছে । এছাড়াও ফোনটি জেমেনাই এসিস্ট্যান্ট ,সার্কেল টু সার্চ ,এ আই নোট ,ভিভো লাইভ কল ট্রান্সলেশন ,এ আই স্কিন ট্রানসলেশন এর মত সব রকম সেন্সরি মোটামুটি রয়েছে ।
Vivo X200 Pro ফোনের দাম কত
Vivo X200 Pro ফোনটি 19 শে অক্টোবর ২০২৪ এ লঞ্চ করা হয়েছে । এই ফোনটি আপনারা জিরো ডাউনপেমেন্টে ২৪ মাসের নো কস্ট ইএমআইএ তে প্রতিমাসে 2750 টাকা দিয়ে পেয়ে যেতে পারেন । Vivo X200 Pro ফোনটির বাংলাদেশে দাম 95000 টাকা (12GB RAM , 256GB ROM ।
আরো পড়ুন – Infinix hot 50 pro plus
Conclusion
Vivo তাদের নতুন ফ্লাগশিপ X200 সিরিজ রিলিজ করেছে । এই সিরিজের স্মার্টফোনগুলোতে শক্তিশালী স্পেসিফিকেশন এবং অ্যাডভান্স ফিচার যোগ করা হয়েছে । Vivo X200 Pro ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি 9400 প্রসেসর,Zeiss অপটিমাইজ ক্যামেরা ,90 ওয়ার্ডের ফার্স্ট চার্জিং সহ আরো অনেক অসাধারণ ফিচার রয়েছে । ভিভোর এই ফোনটি ছয়টি জায়গায় ফাস্ট রয়েছে । ফোনটির ক্যামেরা ইন্ডিয়ার হাইস্ট 200MP Zeiss Apo টেলি ফটো ক্যামেরা রয়েছে । ফোনটিতে ইন্ডিয়ার ফার্স্ট সুপার ল্যান্ডস্কেপ মুড । এছাড়াও ফোনটিতে রয়েছে ইন্ডিয়ার ফার্স্ট Semi-Solid State ব্যাটারি । এই ফোনটিতে 6000 mAh ব্যাটারি আছে ।এই ব্যাটারিটি সেমি সলিড স্টেট ব্যাটারি যার ফলে ব্যাটারিটি সহজে ডিসচার্জ হবে না এবং দীর্ঘদিন চলবে সেই ব্যাপারে ভিভো নিশ্চয়তা দিয়েছে । ফোনটিতে এন্ড্রয়েড 15 এর উপর ফানটাচ OS15 রয়েছে । এই ফোনটিতে চার বছরের এন্ড্রয়েড আপডেট এবং পাঁচ বছরের সিকিউরিটি আপডেট দেওয়া হয়েছে । এই ফোনটির ডিসপ্লের কোয়ালিটি অনেক ভালো এবং ডিসপ্লেটি 4500 nits পর্যন্ত পিক ব্রাইটনেস দিয়ে থাকে যার ফলে সানলাইট এ কোন অসুবিধা হয় না । সব কিছু বিবেচনায় Vivo x200 pro স্মার্টফোনটি যেকোনো ফ্লাগশিপ ফোন থেকে নিজেকে এগিয়ে রাখবে
Vivo X200 Pro (FAQ)
প্রশ্ন : ভিভো এক্স 200 প্রো ফোনটির প্রসেসর কেমন ?
উত্তর : ভিভো এক্স 200 প্রো ফোনটিতে Mediatek Dimensity 9400 প্রসেসর ব্যবহার করা হয়েছে ।
প্রশ্ন : Vivo X200 Pro ফোনটিতে কেমন ডিসপ্লে প্যানেল ব্যবহার করা হয়েছে ?
উত্তর : Vivo X200 Pro মোবাইলে 6.78 ইঞ্চির LTPO Amoled ডিসপ্লে প্যানেল ব্যবহার করা হয়েছে ।
প্রশ্ন : মোবাইলটে কয়টি কালার এ মার্কেটে এসেছে ?
উত্তর : মোবাইলটি দুইটি কালারের মার্কেটে এসেছে । কালার গুলো হল Cosmos Black ,Titanium Grey ।