Vivo v50 5G ফোনের বক্সের সঙ্গে যা যা থাকছে

Table of Contents
Vivo v50 5G ফোনের বক্সে একটা TPU Case ,সিম ইজেকটার পিন ,টাইপ A-C কেবল এবং একটা 90 ওয়ার্ডের চার্জার রয়েছে । ডকুমেন্টেশন এর সাথে এই ফোনটিও রয়েছে ।
Vivo v50 5G ফোনের বডি ডিজাইন
এই ফোনটির ব্যাক সাইডে ক্যামেরা হাউসিং অন্যরকম করেছে । এই ফোনটির ব্যাক সাইডে ক্যামেরা হাউসিং অন্যরকম করেছে । এ ক্যামেরার লেন্সের চারপাশে একটা ডাবল রিং আছে । এ আই স্টুডিও লাইট পোর্ট্রেট 2.0 এবং মোবাইলটির ওপরে সেকেন্ডারি Noise Cancellation Mic রয়েছে । এছাড়াও ফোনটিতে ডুয়েল Stereo স্পিকার রয়েছে ।এই ফোনটা বেশ হালকা ও পাতলা এবং ফোনটির পুরুত্ব 7.39 মিলিমিটার । এই ফোনটির দৈর্ঘ্য 163.3 ইঞ্চি,প্রস্থ 76.7 ইঞ্চি । এই ডিভাইসটি তিনটি কালার ভেরিয়েন্টে এসেছে । কালার গুলো হল Titanium Grey ,Rose Red ,Starry Night । এই ফোনটির ওজন ১৯০ গ্রাম ।
Vivo v50 5G মোবাইলের ডিসপ্লে টাইপ
Vivo v50 5G ফোনটির ডিসপ্লে কোয়ালিটি অনেক ভালো এবং মোবাইলটি ডিসপ্লে প্যানেল Amoled । ফোনটিতে ব্রাইটনেসের কোন প্রবলেম নেই । মোবাইলটিতে 4500 nits পিক ব্রাইটনেস রয়েছে এবং ফোনটির HBM 1300 nits । এই ফোনটিতে IP69 রেটিং আছে যা ওয়াটার এবং ডাস্ট থেকে সুরক্ষিত ।
আরো পড়ুন – Realme GT 7 pro
ভিভো v50 ফাইভ-জি ফোনের ডিসপ্লে সাইজ
এই ডিভাইসটির ডিসপ্লের সাইজ 6.77 ইঞ্চি এবং ডিসপ্লেটি 120Hz এর Amoled ডিসপ্লে প্যানেল । ফোনটি ডিসপ্লে HDR10+ সাপোর্ট করে । ভিভো এর এই ফোনটিতে Schott Xensation A স্কিন প্রটেকশন রয়েছে । ফোনটিতে অ্যান্টি ড্রপ প্রটেকশন এবং ডিসপ্লে প্রটেকশনও রয়েছে ।
Vivo v50 5G মোবাইলের প্রসেসর

ভিভো v50 ফাইভ-জি ফোনটিতে Qualcomm Snapdragon 7 Gen 3 প্রসেসর দেওয়া হয়েছে । যা যথেষ্ট পাওয়ার ফুল ও কেপএবল প্রসেসর এবং এর ফলে ফোনটিও বেশ স্মুথ চালানো যায় । ফোনটিতে Octa-Core প্রসেসর ব্যবহার করা হয়েছে । ফোনটির সিপিইউ Adreno 720 সাপোর্ট করে ।
ভিভো v50 ফাইভ-জি ফোনের অপারেটিং সিস্টেম
Vivo v50 5G ফোনটিতে সফটওয়্যার হিসেবে এন্ড্রয়েড 15 পাবেন ।অ্যান্ড্রয়েড এর সাথে সাপোর্টিং ফানটাচ OS 15 পাওয়া যাবে । ভিভো এই ফোনটিতে ৩ বছরের এন্ড্রয়েড আপডেট এবং চার বছরের সিকিউরিটি আপডেট দেবে ।এই ফোনটিতে লাইভ কল ট্রান্সলেশন এ আই সিস্টেম রয়েছে । অর্থাৎ যখন ফোন দিয়ে কলে বা চ্যাটের মাধ্যমে কথা বলা হবে সেটা এক ভাষা থেকে আরেকটি ভাষায় ট্রান্সলেট হয়ে যাবে সরাসরি । এই ফোনে এআই Transcript Assist রয়েছে যা দিয়ে অডিও থেকে ট্রান্সলেট হয়ে যাবে । মোবাইলটিতে সার্কেল টু সার্চ ফিচারও রয়েছে । এছাড়াও ফোনটিতে এআই স্কিন ট্রানসলেশন ফিচার রয়েছে যা দিয়ে কোন অ্যাপ, ইমেজ ,ওয়েব পেজ, যেকোন ডকুমেন্ট যে কোন টেক্সটকে ইনস্ট্যান্টলি নিজেদের ভাষায় ট্রান্সলেট করা যাবে । এখানে এ আই ইরেজার 2.0 রয়েছে । যার ফলে আনওয়ান্টেড আপডেট ফটো থেকে রিমুভ করে দেওয়া যাবে ।
ভিভো v50 ফাইভ-জি মোবাইলের র্যাম এবং রোম
এই ডিভাইসটিতে UFS 2.2 স্টোরেজ এবং LPDDR 4X Ram রয়েছে । এর সাথে ফোনটিতে ফাইভ জি প্লাস ৫জি সিমকার্ডের সাপোর্ট রয়েছে । ফোরজি ফাইভ জি দুটোর সাপোর্ট রয়েছে । আপলোড ডাউনলোড স্পিড অথবা কল কোয়ালিটি এগুলোতে কোন সমস্যা নেই ।
Vivo v50 5G মোবাইলের ক্যামেরা
vivo v50 5G ক্যামেরার ক্ষেত্রে তিনটি স্পেশাল জিনিস রয়েছে । প্রথমটি Zeiss Multifocal Portrait ,দ্বিতীয়টি Zeiss Style Portrait এবং তিন নম্বরটি হচ্ছে ইন্ডিয়ার এক্সক্লুসিভ ওয়েডিং পোট্রেট স্টুডিও । Zeiss মাল্টিফোকাল পোট্রেট এ তিনটি প্রফেশনাল পোর্ট্রেট মুড রয়েছে । প্রথমত 30mm ডিস্টাব অনপোর্ট্রেট ,45mm বি স্পিড স্টাইল Bokeh এবং 50mm Biotar স্টাইল Bokeh । এর পোর্ট্রেট কালার টোন রেজাল্ট এগুলোকে Zeiss অপটিমাইজ করে । Zeiss স্টাইল পোর্ট্রেট এ ৭ টি অপশন রয়েছে । প্রথমত রয়েছে বি স্পিড স্টাইল Bokeh,Zeiss Planar স্টাইল Bokeh,Zeiss Distagon style Bokeh ,Zeiss Sonnar স্টাইল Bokeh ,Zeiss Biotar style Bokeh , Zeiss Cine-flare Style Bokeh এবং রয়েছে Zeiss Cinematic Style Bokeh ।ওয়েডিং স্টাইল ফ্রেমে তিন রকম ফ্রেম পাওয়া যাবে এবং এখানে রয়েছে ইন্ডিয়ার এক্সক্লুসিভ ওয়েডিং পোট্রেট স্টুডিও এ আই 3D স্টুডিও লাইট পোর্ট্রেট 2.0 । এছাড়াও এই ফোনটিতে ফিল্ম ক্যামেরা মুড রয়েছে । এই ফোনটিতে ৫০ মেগাপিক্সেলের Zeiss অল মেইন ক্যামেরা অথবা ৫০ মেগাপিক্সেলের ও আই এস মেইন ক্যামেরা এবং এই ফোনে ৫০ মেগাপিক্সেলের যাইস আলট্রা ওয়াইট অ্যাঙ্গেল ক্যামেরা রয়েছে । ১১৯° ফিল্ট অফ ভিউ পাওয়া যাচ্ছে এই ক্যামেরাটি দিয়ে এবং এছাড়াও এর সেলফি ক্যামেরা হিসেবে ৫০ মেগাপিক্সেলের জায়েজ ক্যামেরা রয়েছে যার বিভিন্ন বেনিফিটও রয়েছে ।
ভিভো v50 ফাইভ-জি ফোনের ভিডিও
ভিভো v50 ফাইভ-জি ফোনটির ব্যাক ক্যামেরা ও সেলফি ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 4k তে 30fps এবং 1080p তে 30fps এই ভিডিও শুট করা যায় । ক্যামেরার সাথে OIS এবং EIS থাকার কারণে ভিডিওর কোয়ালিটি অনেক পারফেক্ট হয় ।
Vivo v50 5G মোবাইলের ব্যাটারি
এই ফোনটিতে 6000 mAh এর ব্যাটারি রয়েছে এবং এই ফোনটি ইন্ডিয়ার সব থেকে স্লিম স্মার্টফোন যা 6000 mAh ব্যাটারি দিয়ে ইন্ডিয়াতে আগে কখনো আসেনি । মোবাইলটির সাথে 90 ওয়ার্ডের ফাস্ট চার্জিং দেওয়া হয়েছে যা 6000 mAh ব্যাটারির সাথে দুর্ধর্ষ কম্বিনেশন ।
Vivo v50 5G মোবাইলের সেন্সর গুলো
Vivo v50 5G ফোনটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে যার রেসপন্স অনেক ভালো । ভিভোর এই ফোনটিতে এআই সুপার লিংক বলে একটি ফিচার রয়েছে যা একেবারে নতুন । এটি এই ফোনের সিগন্যাল কাভারেজ ৩০% বাড়িয়ে দিবে এবং সিগনাল ট্রেনস সেটাও 45% বাড়িয়ে দেবে । এর কারণে যেসব জায়গায় নেটওয়ার্ক দুর্বল সেই সব জায়গায় vivo v50 এই ফোনটি অনেক সুবিধা দেবে ।
Vivo v50 5G মোবাইলের বাংলাদেশে দাম কত
Vivo v50 5G মোবাইলটি ২০২৫ সালের ২৫ শে ফেব্রুয়ারি রিলিজ হতে যাচ্ছে । এই ফোনটির 8GB Ram 128GB Rom এর প্রাইজ 34,999 টাকা ,8GB Ram 256GB Rom এর প্রাইজ 36,999 টাকা এবং 12Gb Ram 512GB Rom এর প্রাইজ 40,999 টাকা । এছাড়াও ভিভো এই ফোনটিতে এক বছরের এক্সটেন্ডেড ওয়ারেন্টি দিচ্ছে ।
আরো পড়ুন – Vivo X200 pro
Conclusion
Vivo কনস্ট্যান্টলি তাদের ফোনে কিছু ইনোভেশন করেই চলেছে । প্রতিটা ফোনে নতুন মডেল আসছে এবং নতুন ইনোভেশন দেখা যাচ্ছে । যেমন কালার হোক অথবা ওয়েডিং স্টুডিও ফটোগ্রাফি । এই ফোনটিতে পাওয়া যাচ্ছে ইন্ডিয়ার প্রথম 3D Star টেকনোলজি । এখানে vivo v50 5G ক্যামেরার ক্ষেত্রে তিনটি স্পেশাল জিনিস রয়েছে । প্রথমটি Zeiss Multifocal Portrait ,দ্বিতীয়টি Zeiss Style Portrait এবং তিন নম্বরটি হচ্ছে ইন্ডিয়ার এক্সক্লুসিভ ওয়েডিং পোট্রেট স্টুডিও । ভিভো v50 ফাইভ-জি ফোনটিতে Qualcomm Snapdragon 7 Gen 3 প্রসেসর দেওয়া হয়েছে । যা যথেষ্ট পাওয়ার ফুল ও কেপএবল প্রসেসর ।মোবাইলটির সাথে 90 ওয়ার্ডের ফাস্ট চার্জিং দেওয়া হয়েছে যা 6000 mAh ব্যাটারির সাথে দুর্ধর্ষ কম্বিনেশন । এই ফোনটিতে লাইভ কল ট্রান্সলেশন এ আই সিস্টেম , এআই Transcript Assist ,এআই স্কিন ট্রানসলেশন ফিচার রয়েছে । এছাড়া এই ফোনটির সাথে তিন বছরের এন্ড্রয়েড আপডেট , চার বছরের সিকিউরিটি আপডেট এবং এক বছরের এক্সটেন্ডেড ওয়ারেন্টি পাবেন ।
প্রশ্ন : ভিভো v50 ফাইভ-জি ফোনটিকে ফার্স্ট চার্জিং সাপোর্ট করে ?
উত্তর : হ্যাঁ ,ভিভো v50 ফাইভ-জি ফোনটি 90 ওয়ার্ডের ফার্স্ট চার্জিং সাপোর্ট করে ।
প্রশ্ন : ভিভো v50 ফাইভ-জি মোবাইলের ডিসপ্লে সাইজ কত ?
উত্তর : ভিভো v50 ফাইভ-জি মোবাইলের ডিসপ্লে সাইজ 6.77 ইঞ্চি ।
প্রশ্ন : ভিভো v50 ফাইভ-জি ফোনটি কি ৫জি নেটওয়ার্ক সমর্থন করে ?
উত্তর : হ্যাঁ ,ভিভো v50 ফাইভ-জি ফোনটি 2G,3G,4G,5G সকল ক্যাটাগরির নেটওয়ার্কের সমর্থন করে ।