OnePlus 13 price in bangladesh | ফিচার এবং দাম

OnePlus 13 মোবাইলের বক্সে যা যা থাকছে

OnePlus 13

OnePlus 13 ফোনটির বক্সে প্রথমে একটি মোবাইল ফোন ,ইউজার ম্যানুয়াল ,টাইপ সি চার্জিং কেবল রয়েছে । এছাড়া একটি সিম ইজেক্টর পিন আছে ।

OnePlus 13 মোবাইলের ডিজাইন

ফোনটির ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে ফোনটির বডি ফ্রেম অ্যালুমিনিয়ামের তৈরি । এই ফোনটি হাতে নিলে একটা প্রিমিয়াম ফিল পাবেন । ফোনটির অনেকগুলো কালার ভেরিয়েন্ট রয়েছে । এই মোবাইলটিতে IP68 এবং IP69 ওয়াটার এবং ডাস্ট রেসিস্ট্যান্ট সার্টিফিকেশন রয়েছে । এর ফলে জলের নিচে ফোনটি 30 মিনিট ডুবিয়ে রাখতে পারবেন কোন সমস্যা ছাড়াই । এই মোবাইলটির থিকনেস হল 8.5 মিলিমিটার এবং ওজন হল ২১০ গ্রাম । ফোনটির রাইট সাইডে রয়েছে ভলিউম বাটন এবং পাওয়ার বাটন ও লেফট সাইডে রয়েছে ওয়ানপ্লাসের বিখ্যাত এলার্ট সাইডার । ফোনটির উপরে রয়েছে নয়েস consultation মাইক ,IR ব্লাস্টার এবং স্পিকার । মোবাইলটি নিজের অংশে রয়েছে মেইন স্পিকার ,প্রাইমারি মাইক ইউ এস বি টাইপ সি পোর্ট এবং সিম কার্ড ট্রে যেখানে দুইটি সিম কার্ড ইউজ করা যাবে ।

ওয়ানপ্লাস 13 ডিসপ্লে টাইপ

ফোনটিতে ডিসপ্লে হিসেবে রয়েছে Amoled প্যানেল ব্যবহার করা হয়েছে  ।এই ফোনটি সর্বোচ্চ 4500 nits পর্যন্ত উজ্জ্বলতা প্রদান করে এবং ডলবি ভিশন কে সমর্থন করে । এর ফলে ফোনটি আউটডোরে একদম কমফোর্টেবল ভাবে ইউজ করা যায় । এই ফোনের ডিসপ্লেতে Ceramic Guard এর গ্লাস প্রটেকশন রয়েছে ।তাই বলা যায় এটি একটি শক্তিশালী ডিসপ্লে । ডিসপ্লের স্কিন এবং বেজেলের বলতে গেলে একদম সিমেট্রিক্যাল টাইপের এবং অনেক পাতলা ।

আরো পড়ুন – Vivo v50 5G

ডিসপ্লে সাইজ

মোবাইলটি ডিসপ্লে হল 6.82 ইঞ্চি সাইজের 1 বিলিয়ন কালার এর কার্ভ LTPO Amoled ডিসপ্লে । ফোনটি ডিসপ্লের রিফ্রেশ রেট 120Hz এবং এটি HDR10+ সাপোর্ট করে । ডিসপ্লে রেজুলেশন হলো 3168 পিক্সেল থেকে 1440 পিক্সেল এবং pixel ডেনসিটি হলো 510 ppi । ফোনটির ডিসপ্লের ঠিক ওপরে রয়েছে পাঞ্চ হোল যুক্ত একটি ক্যামেরা ।

OnePlus 13 Ram and Rom

OnePlus 13 মোবাইলের স্টোরেজ টাইপ হল UFS 4.0 এবং র‍্যামের টাইপ হল LPDDR5X । এই ফোনটির  চারটে ভেরিয়েন্ট রয়েছে । 12Gb Ram 256Gb Rom ,12Gb Ram 512Gb Rom ,16Gb Ram 512Gb Rom ,24Gb Ram 1TB Rom ।

ওয়ানপ্লাস 13 প্রসেসর

OnePlus 13

OnePlus 13 ফোনটিতে প্রসেসর হিসেবে রয়েছে স্ন্যাপ ড্রাগনের 8 ELITE এবং এটি একটি 5g ফ্ল্যাগশিপ ক্যাটাগরির প্রসেসর । এর ট্রানজিস্টর সাইজ 3 ন্যানোমিটার এবং ফোন দিতে জিপিইউ হিসেবে রয়েছে অ্যাড্রোনো 830 । ফোনটিতে গেমিং এবং মাল্টিটাস্কিন করলেও এর পারফরম্যান্স অনেক স্মুথ পাওয়া যায় ।

আরো পড়ুন – Vivo X200 pro

ওয়ানপ্লাস 13 ফোনের অপারেটিং সিস্টেম

এই মোবাইলটিতে অপারেটিং সিস্টেমে রয়েছে অ্যান্ড্রয়েড 15 ভার্সন এবং UI হিসেবে রয়েছে অক্সিজেন OS 15.0 । এটি নির্দ্বিধায় খুবই ভালো একটি ইউ আই । এর মাল্টিটাস্ক্রিন পারফরম্যান্স ,একসঙ্গে অনেকগুলো   অ্যাপস চালানো ,ভিডিও এডিটিং সবগুলোতেই ফোনটির দুর্দান্ত পারফরম্যান্স পাওয়া যাবে ।

OnePlus 13 ফোনের ব্যাটারি

ওয়ানপ্লাস 13 মোবাইলে 6000 mAh এর সিলিকন কার্বন ব্যাটারি রয়েছে । এই ফোনটি একবার সম্পূর্ণ চার্জ হয়ে গেলে প্রায় দুই দিনের কাছাকাছি চার্জ ব্যাকআপ পাওয়া যাবে  ।

OnePlus 13 মোবাইলের ক্যামেরা

OnePlus 13
OnePlus 13

ফোনটির রিয়ার প্যানেলে রয়েছে ট্রিপল ক্যামেরার সেটাপ । যার মধ্যে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা হল 1.6 মিলিমিটার এপার্টচারের OIS ক্যামেরা । যাতে সেনসর হিসেবে রয়েছে Sony Lytia T808 । দ্বিতীয় ক্যামেরাটি ৫০ মেগাপিক্সেলের 2.6 এপার্টচারের পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা । যাতে সেন্সর হিসেবে রয়েছে সনি LYT 600 এবং সর্বশেষ ক্যামেরা হল ৫০ মেগাপিক্সেলের 2 এপার্টচারের আল্ট্রা ওয়াইড ক্যামেরা । যাদের সেন্সর হিসেবে রয়েছে স্যামসাংয়ের JN5 । ক্যামেরা দিয়ে  তোলা ছবিগুলোর কালার ডিটেলস যথেষ্ট ভালো আসবে । ওভারঅল ক্যামেরা দিয়ে ছবি তোলার পর এটি  হ্যাসলব্রড এর সাথে কোলাবরেট হওয়ায় ব্যাকগ্রাউন্ড প্রসেসিং পারফেক্ট লেভেলের হবে । অর্থাৎ প্রসেসিং খুবই ভালো এই ফোনের । এই ফোনটিতে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে এবং এর সেন্সর হিসেবে আছে সানি IMX এর 615 ।এর পোর্ট্রেট মোডে এইচডিটেকশন এ খুবই ভালো এবং ডায়নামিক রেঞ্জ ও ওভারঅল যথেষ্ট ভালো ।

ওয়ানপ্লাস 13 ভিডিও

এই মোবাইলটি দিয়ে হাইস্ট 8k 30fps এই ভিডিও শুট করা যায় । তবে 4k 60fps বেশ ট্রাবল ভাবে ভিডিও শুট করা যায় এবং এর OIS পারফরম্যান্স অনেক ভালো । এর সাথে বিভিন্ন ফিচার এর পাশাপাশি রয়েছে ডুয়েল ভিউ ভিডিও মুডে শুট করার সুবিধা ।

ওয়ানপ্লাস 13 সেন্সর গুলো

এই ফোনটিতে রয়েছে ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার একদম পারফেক্ট জায়গায় রয়েছে । এই স্ক্যানারটি যথেষ্ট ফাস্ট অর্থাৎ টাচ করার সাথে সাথেই ফোনটি আনলক হয়ে যায় ।

OnePlus 13   বাংলাদেশে দাম কত ?

OnePlus 13 ফোনটি ২০২৪ সালের ৩১ শে অক্টোবর চীনে লঞ্চ করা হয়েছে । এটি এখনো বাংলাদেশ অফিশিয়ালি রিলিজ হয়নি । তবে এই ফোনটি বাংলাদেশের রিলিজ হলে এই ফোনটির 12GB Ram 256Gb Rom এর আনঅফিসিয়াল প্রাইজ আনুমানিক হতে পারে118,000 টাকা ।

আরো পড়ুন – Xiaomi Redmi Note 14

Conclusion

টেক জায়ান্ট ওয়ান প্লাস তাদের সিরিজে একটি কম্প্যাক্ট মডেল এর ফোন OnePlus 13 রিলিজ করেছে । এর ৫০ মেগাপিক্সেল প্রধান ক্যামেরা টেলি ফটো লেন্স এবং 3x অপটিক্যাল জুম সাপোর্ট করে ।এই ফোনটি আর্কটিক-ডন ,ব্ল্যাক ইকলিপস এবং মিডনাইট ওশান এই তিনটি কালারের রয়েছে । এছাড়াও ধুলো এবং জল থেকে সুরক্ষিত রাখার জন্য ফোনটিতে IP68 এবং IP69 রেটিং রয়েছে । ওয়ানপ্লাস 13 মোবাইলে 6000 mAh এর সিলিকন কার্বন ব্যাটারি রয়েছে ।ফোনটির ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে ফোনটির বডি ফ্রেম অ্যালুমিনিয়ামের তৈরি ।এই ফোনটিতে প্রসেসর হিসেবে রয়েছে স্ন্যাপ ড্রাগনের 8 ELITE এবং এটি একটি 5g ফ্ল্যাগ শিপ ক্যাটাগরির প্রসেসর ।

FAQ

প্রশ্ন :OnePlus 13 মোবাইলের স্টোরেজ টাইপ কত ?

উত্তর : OnePlus 13 মোবাইলের  স্টোরেস টাইপ UFS 4.0 ।

প্রশ্ন : OnePlus 13  মোবাইলটিতে কোন ধরনের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে ?

উত্তর : OnePlus 13  মোবাইল টিতে LTPO Amoled ডিসপ্লে ব্যবহার করা হয়েছে  ।

প্রশ্ন : ওয়ানপ্লাস 13 মোবাইলটিতে হাইয়েস্ট কত fps এ ভিডিও শুট করা যায় ?

উত্তর : ওয়ানপ্লাস 13 মোবাইলে হাইস্ট 8k 30fps এ ভিডিও শুট করা যায় ।

প্রশ্ন : ওয়ানপ্লাস 13 মোবাইলের পুরুত্ব কত ?

উত্তর : ওয়ানপ্লাস 13 মোবাইলের পুরুত্ব হল 8.5 মিলিমিটার ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *