Realme GT 7 Pro মোবাইলের বডি সাইজ

Table of Contents
Realme GT 7 Pro ফোনটি একটি ফ্লাগশিপ ফোন । এই ফোনটির ক্যামেরা সেকশনে পুরনো মডেলের চৌকো ক্যামেরা বাম্প দিয়েছে । ফোনটির ইন হ্যান্ড ফিলিং বেশ প্রিমিয়াম এবং যথেষ্ট ভালো । এই ফোনটির ওজন 223 গ্রাম রয়েছে । এই ফোনটি যথেষ্ট বড় এবং ফোনটির দৈর্ঘ্য 162.5 মিলিমিটার এবং প্রস্থ 76.9 মিলিমিটার ।এই ফোনটির বডি ফ্রেম মেটাল এর অ্যালুমিনিয়াম এ তৈরি এবং ফোনটি মিলিটারি গ্রেডে টেস্টিং হয়েছে । ফোনটা বেশি পাতলাও নয় আবার মোটাও নয় । এর পুরুত্ব 8.55 মিলিমিটার । Realme এই ফোনটিতে ডুয়েল স্টেরিও স্পিকার রয়েছে । যার সাউন্ড কোয়ালিটি অনেক ভালো । এই ফোনটির নিচে USB 2.0 টাইপ সি পোর্ট রয়েছে ।
রিয়েলমি জি টি 7প্রো মোবাইলের ডিসপ্লে টাইপ
এই ফোনটির ডিসপ্লে পিক ব্রাইটনেস 6500 nits এবং লোকাল ব্রাইটনেস 2000 nits । ডিসপ্লের চারদিকে কার্ভ রয়েছে মনে হলেও এটি কার্ভ ডিসপ্লে না । এই ফোনটি ধরতে এবং ইউজ করতেও কোন অসুবিধা হয় না । এই ফোনের ডিসপ্লের কোয়ালিটি নিঃসন্দেহে অসাধারণ । এখানে realme তাদের এই ফোনে O-Hepatic সিস্টেম দিয়েছে । Realme এর এই ফোনটিতে IP68/69 এর রেটিং দেয়া হয়েছে । এছাড়াও এই ফোনটিতে IR ব্লাস্টার রয়েছে । এই ফোনটিতে গরিলা গ্লাস ৭ আই এর প্রটেকশন দেওয়া হয়েছে ।
Realme GT 7 Pro মোবাইলের ডিসপ্লে সাইজ
Realme GT 7 Pro বেশ বড় ডিসপ্লে দিচ্ছে । এই ফোনটিতে 6.78 ইঞ্চি LTPO Amoled ডিসপ্লে রয়েছে ,যার রিফ্রেশ রেট 120 Hz । এই ফোনটির ডিসপ্লেতে Dolby Vision এবং HDR + এর সাপোর্ট রয়েছে এবং সেগুলো চমৎকার ভাবে কাজ করে । Realme তাদের এই ফোনের ডিসপ্লেতে 2600 Hz এর লো লাইট PWM দিয়েছে । যারা লো লাইটে ডিসপ্লে ফিকার করছে বলে খুব অসুবিধায় ভোগেন এবং চোখের উপর চাপ পড়ে তাদের জন্য এই সিস্টেমটা একদম দুর্ধর্ষ । যেকোনো ফ্লাগশিপ এর কাছে এই ডিসপ্লেটা রাখলেই বোঝা যাবে যে এর ফিকার কত কম হচ্ছে । এই ফোনটির ডিসপ্লে রেজুলেশন ১২৬৪ পিক্সেল থেকে ২৭৮০ পিক্সেল পর্যন্ত । ফোনটির স্কিন টু বডি রেশিও 89.4% ।
রিয়েলমি জি টি 7প্রো মোবাইলের অপারেটিং সিস্টেম
রিয়েলমি জি টি 7প্রো ফোনটি android 15 এ বাজারে এসেছে । মোবাইলের সাথে ৮ বছরের সফটওয়্যার আপডেট পাওয়া যাচ্ছে । । রিয়েলমি এই ফোনটিতে তারা ব্লুটুথ 5.4 এবং Wi-Fi 7 দিয়েছে । এছাড়াও এই ফোনটিতে NFC ,ডুয়েল 4G ,5G VONR ,14-5G Brand এর সাপোর্ট রয়েছে । এখানে সফটওয়্যারে realme UI6 দেওয়া হয়েছে । এই ফোনটি ফ্লাগশিপ হওয়ার কারণে ফোনটির সাথে কিছু বিশেষ বিশেষ সফটওয়্যার দেয়া হয়েছে । যেমন আইফোনের সাথে ফাইল ট্রান্সফার করার জন্য বিশেষ সুবিধা , এ আই Art ওয়ার্ক ,এ আই স্টুডিও ,এ আই ইরেজার ইত্যাদি ।এই ফোনটির সাথে তিন বছরের এন্ড্রয়েড আপডেট দেওয়া হয়েছে এবং চার বছরের সিকিউরিটি আপডেট দেয়া হয়েছে ।
Realme GT 7 Pro মোবাইলের প্রসেসর

Realme GT 7 Pro ফোনে Qualcomm Snapdragon Elite প্রসেসর নিয়ে এসেছে । এই প্রসেসরটি কোয়ালকমের সবচেয়ে সেরা প্রসেসর । বলা যায় এই মুহূর্তে সবথেকে বিশ্বের দ্রুততম প্রসেসর এটি । এই প্রসেসরটি 3 ন্যানোমিটারে তৈরি । এই প্রসেসারে সব ধরনের এ আই সিস্টেম দেওয়া রয়েছে । এই প্রসেসরটি দিয়ে কনস্ট্যান্ট 60fps বিজিএমআই এর মত গেম খেলা যায় । এছাড়াও এখানে ফ্রেম প্লাস একটি মুড রয়েছে । যার কারনে ফ্রেম যোগ করে 120fps এ গেম খেলা যায় ।
রিয়েলমি জি টি 7প্রো মোবাইলের ক্যামেরা
Realmi এর ফোনের মেইন সেনসর এ ৫০ মেগাপিক্সেলের Sony IMX 906 ক্যামেরা দেয়া হয়েছে । এরপর রয়েছে ৫০ মেগাপিক্সেলের টেলি ফটো জুম লেন্স এবং আট মেগাপিক্সেলের আলট্রা ওয়াইট অ্যাঙ্গেল লেন্স । এই ফোনটির ফ্রন্ট এ ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে । পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে ছবি তোলার ক্ষেত্রে ডেলাইট এও এর ছবির ডিটেলস অনেক ভালো আসবে । Realme এর এই ফোনটিতে ১২০X এর এ আই জুম রয়েছে এবং এর তোলা ছবিগুলো ডিটেলস ও অনেক ভালো আসবে ।
আরো পড়ুন – Infinix hot 50 pro plus 5G
Realme GT 7 Pro মোবাইলের ভিডিও
এই ফোনটির ভিডিও ক্যামেরার ক্ষেত্রে ব্যাক ক্যামেরা তে 4k তে 60fps এ ভিডিও রেকর্ড করা যায় । এর ভিডিও এর স্টেবিলিটি ঠিকঠাক রয়েছে । এই ফোনের ফ্রন্ট ক্যামেরা দিয়েও 1080p তে 60fps এ ভিডিও রেকর্ড করা যায় ।
Realme GT 7 Pro মোবাইলের সেন্সর
এই মোবাইলে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে । এখানে ভেজা হাতে টাচ করলেও ফোনটির এই সেন্সর টি রেসপন্স করে ।এই মোবাইলে কিছু সেন্সর রয়েছে । যেমন এই মোবাইলে ক্যামেরা দিয়ে আন্ডারওয়াটার ফটো তোলা যাবে । IOS এর সাথে ফাইল ট্রান্সফার করার জন্য ফোনটিতে বিশেষ অ্যাপ রয়েছে ।
রিয়েলমি জি টি 7প্রো মোবাইলের র্যাম এবং রম
Realme GT 7 Pro ফোনটি দুইটি ভ্যারিয়েন্টে এসেছে । প্রথমটি 12GB Ram 258GB Rom এবং পরেরটি 16GB Ram 512GB Rom । ফোনটির মেমোরি টাইপ UFS 4.0 । এই মোবাইলের Ram টাইপ LPDDR 5X ।
Realme GT 7 Pro মোবাইলের ব্যাটারি
এই ফোনটিতে 5800 mAh এর সিলিকন কার্বন ব্যাটারি দেওয়া হয়েছে এবং তার সাথে সাথে 120 ওয়াটের ফার্স্ট চার্জার ও দেওয়া হয়েছে । এই ফোনটির চার্জিংও অনেক ফাস্ট হয় এবং ব্যাটারি ব্যাকআপ সাত ঘন্টার একটু বেশি হচ্ছে ।
Realme GT 7 Pro মোবাইলের বাংলাদেশে দাম
Realme GT 7 Pro ফোনটি ৪ নভেম্বর ২০২৪ এ রিলিজ হয়েছে । বাংলাদেশে 12GB Ram 256GB Rom মোবাইলের আন অফিসিয়াল প্রাইজ 95000 টাকা ।
আরো পড়ুন – Vivo X200 pro
Conclusion
Realme এবার প্রিমিয়াম ফ্লাগশিপ ফোন তৈরি করার চেষ্টা করেছে । One Plus 13,iQOO 13 ,Samsung Galaxy S23 ,iPhone 15 এইসব ফোনের সাথে কম্পিটিশন করার জন্য 8 নভেম্বর চিনে Realme তাদের Realme GT 7 Pro ফোনটি রিলিজ করেছে । এই ফোনটিতে নতুন ফ্লাগশিপ Qualcomm snapdragon 8 Elite প্রসেসর দেয়া হয়েছে। এটি Qualcomm এর সেরা একটি প্রসেসর এবং বলা যায় এই মুহূর্তে বিশ্বের দ্রুততম একটি প্রসেসর এটি । এই প্রসেসরটি ৩ ন্যানো মিটারে তৈরি এবং ফোনটির প্রসেসরে আধুনিক এ আই সিস্টেম রয়েছে । ফোনটিতে IP69 রেটিং থাকার কারণে মোবাইলে ক্যামেরা দিয়ে আন্ডারওয়াটার ফটো তোলা যাবে । এই ফোনটিতে 5800 mAh এর সিলিকন কার্বন ব্যাটারি দেওয়া হয়েছে এবং তার সাথে সাথে 120 ওয়াটের ফার্স্ট চার্জার ও দেওয়া হয়েছে । এই ফোনের ডিসপ্লের কোয়ালিটি নিঃসন্দেহে অসাধারণ । এই ফোনটি ফ্লাগশিপ হওয়ার কারণে ফোনটির সাথে কিছু বিশেষ বিশেষ সফটওয়্যার দেয়া হয়েছে যেমন আইফোনের সাথে ফাইল ট্রান্সফার করার জন্য বিশেষ সুবিধা , এ আই Art ওয়ার্ক ,এ আই স্টুডিও ,এ আই ইরেজার ইত্যাদি ।এই ফোনটিতে IR ব্লাস্টার রয়েছে । এই ফোনটিতে গরিলা গ্লাস ৭ আই এর প্রটেকশন দেওয়া হয়েছে । এই ফোনটির সাথে তিন বছরের এন্ড্রয়েড আপডেট দেওয়া হয়েছে এবং চার বছরের সিকিউরিটি আপডেট দেয়া হয়েছে । ফিচার বিবেচনায় realme gt 7 pro ফোনটি যেকোনো ফ্লাগশিপ ফোনকে টক্কর করে দিতে পারবে ।
Realme GT 7 Pro (FAQ)
প্রশ্ন :Realme GT 7 Pro ফোনটি কি ফাস্ট চার্জিং সাপোর্ট করে ?
উত্তর : হ্যাঁ, রিয়েলমি জি টি 7প্রো কোনটি ১২০ ওয়ার্ডের ফাস্ট চার্জিং সাপোর্ট করে ।
প্রশ্ন : Realme GT 7 Pro মোবাইলটি কি ৫জি নেটওয়ার্ক সাপোর্ট করে ?
উত্তর : হ্যাঁ , রিয়েলমি জি টি 7প্রো ফোনটি 2G,3G,4G,5G সব ধরনের নেটওয়ার্ক সাপোর্ট করে ।
প্রশ্ন : ফোনটিতে কোন প্রসেসর ব্যবহার করা হয়েছে ?
উত্তর : Realme GT 7 Pro ফোনটিতে Qualcomm Snapdragon 8 Elite প্রসেসর ব্যবহার করা হয়েছে ।