Samsung Galaxy A56 5G ফোনের বক্সে যা যা থাকছে

Samsung galaxy A56 5G ফোনের বক্সের ভেতরে বিভিন্ন ডকুমেন্ট ,একটা সিম ইজেক্টর পিন ,USB টাইপ C কেবল এবং এই ফোনটি থাকছে ।
Table of Contents
স্যামসাং গ্যালাক্সি এ56 ফাইভ জি ফোনের ডিজাইন
Samsung এর এই ফোনটি বেশ কয়েকটি কালারের এসেছে এবং যে কালারগুলোতে এসেছে সে প্রতিটা কালারি অসাধারণ। এই ফোনটি বেশ পাতলা এবং এর পুরত্ব মাত্র 7.4 মিলিমিটার । ফোনটিতে IP67 রেটিং রয়েছে ,কিন্তু এই ফোনের সামনে এবং পিছনে দুদিকেই Gorilla Glass Victus plus এর প্রটেকশন আছে । মোবাইলটির বডি ফ্রেম মেটাল দিয়ে তৈরি । এগুলো থাকার কারণে ফোনটি সহজে ব্রেন্ড হবে না ,ভেঙে যাবে না ।
Samsung Galaxy A56 5G ফাইভ জি ডিসপ্লে টাইপ
Samsung Galaxy A56 5G এই ফোনটিতে Super Amoled ডিসপ্লে নিয়ে এসেছে । এই ডিসপ্লের রিফ্রেস রেট 120 Hz এবং ফোনটির ডিসপ্লের কোয়ালিটি দুর্ধর্ষ । এটি HDR10+ সাপোর্ট করে এবং ফোনটির 1200 nits HBM ও 1900 nits পিক ব্রাইটনেস রয়েছে ।
Samsung Galaxy A56 5G ফোনের ডিসপ্লে সাইজ
এই ফোনটি ডিসপ্লে সাইজ 6.7 ইঞ্চি এবং এটি ফুল HD+ ডিসপ্লে । ফোনটির চারদিকে একটু কার্ভ করা রয়েছে । এর কারণে ফোনটি হাতে ধরতে সুবিধা হবে এবং প্রিমিয়াম ও কম্ফোর্টেবল লাগবে । ফোনটি ডিসপ্লের স্কিন টু বডি রেসিও 87.7% । মোবাইলটির ডিসপ্লে রেজুলেশন 1080 বাই 2340 পিকচার এবং এর পিপিআই ডেন্সিটি 385 ppi ।
স্যামসাং গ্যালাক্সি এ56 ফাইভ জি ফোনের ব্যাটারি
এই ফোনটিতে 5000 mAh ব্যাটারি এবং তার সাথে 45 Watt এর ফার্স্ট চার্জার এর সুবিধা রয়েছে । এই ফোনটা 30 মিনিটে 45% চার্জ হয় অর্থাৎ পুরোপুরি ফোনটিকে চার্জ করতে প্রায় 70 মিনিট প্রয়োজন হবে ।
স্যামসাং গ্যালাক্সি এ56 ফাইভ জি ফোনের সেন্সর গুলো
ফোনটিতে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং এর টাচ রেসপন্স অনেক ফাস্ট । এই ফোনটিতে Knox সিকিউরিটি রয়েছে ,যা অ্যান্ড্রয়েডে এরকম সিকিউরিটি আর কোন কোম্পানি দেয় না ।
Samsung Galaxy A56 5G ফোনের অপারেটিং সিস্টেম
এই মোবাইলটি এন্ড্রয়েড 15 এ এসেছে । Samsung Galaxy A56 5G ফোনটি সবথেকে আকর্ষণীয় বিষয় হলো এই ফোনে ছয় বছরের এন্ড্রয়েড আপডেট এবং ছয় বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে । এটি One UI7 সাপোর্ট করে ।
Samsung Galaxy A56 5G ফোনের প্রসেসর

Samsung Galaxy A56 5G ফোনে Exynos 1580 প্রসেসর এটি 4 ন্যানোমিটার আর্টিটাকচারে তৈরি এবং এর পারফরম্যান্স যথেষ্ট ভালো রয়েছে । গেম খেলার ক্ষেত্রেও ফোনটি স্মুদলি পারফরম্যান্স করবে । ফোনটিতেসিপিইউ হিসেবে Octa-Core এ একটি 2.9GHz ,তিনটি 2.6 GHz এবং চারটি 1.9 GHz রয়েছে । এর জিপিইউ Xclipse ।
স্যামসাং গ্যালাক্সি এ56 ফাইভ জি ফোনের Ram এবং Rom
এই ফোনটিতে LPDDR 5X টাইপের র্যাম এবং UFS 3.1 স্টোরেজ টাইপ রয়েছে । ফোনটি মার্কেটে তিনটি ওয়ারেন্টি এসেছে । 128Gb Rom 8Gb Ram ,256Gb Rom 8GB Ram ,256GB Rom 8GB Ram ।
আরো পড়ুন – Vivo X200 pro
Samsung Galaxy A56 5G ক্যামেরা

এবার samsung একটি অন্য ডিজাইন এর ক্যামেরা এনেছে এবং এটাকে ফ্লোটিং ডিজাইন বলা হয়েছে । Samsung Galaxy A56 5G ফোনের ক্যামেরাতে বেশি ইন্টারেস্টিং কিছু ব্যাপার রয়েছে । এই ফোনটিতে 50+12+5 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে । 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইট ,5 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা রয়েছে । ফোনটির ফ্রন্টে ১২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে । বেটার কালার এবং ডিটেইলস ব্যাক লাইটে দেওয়ার জন্য Samsung এখানে এইচডি দিয়েছে । তাড়াতাড়ি অবজেক্ট চিনে ফেলার জন্য স্মার্ট ফটো ফোকাস রয়েছে ,একুররেট ফোকাসের জন্য অটো ফেস ফটো ফোকাস রয়েছে । এই ফোনটিতে রাত্রে লো লাইট এর ছবি তোলার জন্য লো লাইট নয়েজ মুড রয়েছে । ডিটেল এবং ন্যাচারাল জন্য 2x এ পোট্রেট ছবি তোলা যাবে ।
স্যামসাং গ্যালাক্সি এ56 ফাইভ জি মোবাইলের ভিডিও
মোবাইলটির ফ্রন্ট এবং রিয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 4k তে 30fps এই ভিডিও রেকর্ড করা যায় ।এই ফোনটি ফ্রন্ট ক্যামেরা ১২ মেগাপিক্সেলের হওয়া সত্বেও এই ক্যামেরা দিয়ে HDR এ ভিডিও রেকর্ড করা যায় । লো লাইটে ব্রাইট ছবির জন্য ভালো ডিটেলস পাওয়ার জন্য নাইট সেলফি ভিডিও উইথ ইন হ্যান্ড আইএসপি রয়েছে ।
Samsung Galaxy A56 5G ফোনের বাংলাদেশে দাম কত
Samsung Galaxy A56 5G ফোনটি ২০২৫ সালের ২ মার্চ রিলিজ করা হয়েছে । এর 8GB Ram 156GB Rom ফোনটি শুরুতেই আপনি অফারে পেয়ে যাবেন মাত্র 49,999 টাকায় । এছাড়াও samsung কেয়ার এর এক বছরের স্কিন ওয়ারেন্টি সেটা 999 টাকায় পাওয়া যাচ্ছে ।
Conclusion
Samsung এর যে ফোনগুলো সব থেকে বেশি বিক্রি হয় সেই ফোন এসে গেছে এবার । প্রতি বছরের মত এবারও বছরের সবথেকে বেশি বিক্রিত ফোন হতে চলেছে । Samsung এর ফ্ল্যাগশিপ ফোন এস সিরিজের ফোনে যেসব জিনিস থাকে তার অনেকটাই এ সিরিজের ফোনে রয়েছে ।এই ফোনটিতে ফ্ল্যাগসিপ লেভেলের প্রটেকশন রয়েছে এবং এরকম প্রটেকশন থাকলে নিশ্চিন্তে ফোন ইউজ করা যায় ।এছাড়া ফোনটির স্থায়িত্ব নিয়ে নিশ্চিন্তে থাকা যাবে ।ফোনটিতে এ আই এর ক্ষেত্রে সার্কেল টু সার্চ ফিচার ,এআই সিলেক্ট রিড এলাও ফিচার ,বেস্ট ফেস ফিচার এবং এছাড়াও অনেক ফিচার রয়েছে । এই নতুন ডিজাইন ,ফ্ল্যাগশিপ লেভেলের ডুরাবোলিটি ,ফ্লাগশিপ ফোন থেকে ইন্সপিরেশন নিয়ে তৈরি করা ক্যামেরা , ইন্টেলিজেন্ট ,বেস্ট পারফরমেন্স এবং তার সাথে সাথে ওয়ান ইউ আই সেভেন এর এক্সপেরিয়েন্স ,৬ বছরের আপডেট এবং সিকিউরিটি সবমিলিয়ে Samsung Galaxy A56 5G কোনটি একদম পারফেক্ট ।
আরো পড়ুন – Xiaomi redmi note 14
FAQ
প্রশ্ন : Samsung Galaxy A56 5G ফোনটি কি ৫জি নেটওয়ার্ক সমর্থন করে ?
উত্তর : হ্যাঁ ,Samsung Galaxy A56 5G ফোনটি ফাইভ-জি নেটওয়ার্ক সমর্থন করে ।
প্রশ্ন : স্যামসাং গ্যালাক্সি এ56 ফাইভ জি ফোনটির ফোনটিতে কোন ধরনের প্রসেসর দেয়া হয়েছে ?
উত্তর : স্যামসাং গ্যালাক্সি এ56 ফাইভ জি ফোনটিতে Exynos 1580 প্রসেসর ব্যবহার করা হয়েছে যা 4 ন্যানোমিটার আর্টিটাকচারে তৈরি ।
প্রশ্ন : স্যামসাং গ্যালাক্সি এ56 ফাইভ জি ফোনটির দৈর্ঘ্য ও প্রস্থ কত ?
উত্তর : স্যামসাং গ্যালাক্সি এ56 ফাইভ জি ফোনটির দৈর্ঘ্য 162.2 মিলিমিটার এবং প্রস্থ 77.5 মিলিমিটার ।