Samsung Galaxy F05 5g Price in Bangladesh | ফিচার এবং দাম

Samsung Galaxy F05 5g ফোনের বক্সে যা যা থাকছে

Samsung Galaxy F05 5g
Samsung Galaxy F05 5g

Table of Contents

Samsung Galaxy F05 5g বক্সে একটি টাইপ সি কেবল ,বিভিন্ন কাগজপত্র ,একটা সিম ইরেক্টর  পিন এবং Samsung Galaxy F05 5g এই ফোনটি রয়েছে ।

Samsung Galaxy F05 5g মোবাইলের ডিজাইন / Design

এই ফোনটিতে Ripple Glow নামক স্টাইলিশ ডিজাইন করা হয়েছে এবং এটি পলিকার্বনেট এ তৈরি । এই ফোনটির পুরুত্ব ৮ মিলিমিটার ,যা Samsung galaxy F50 ফোনের থেকেও এই ফোনটি 14% পাতলা । ফোনটির নিচে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক পোর্ট এবং FM রেডিও রয়েছে যা সাধারণত এই প্রাইজে অন্যান্য ফোনে পাওয়া যায় না ।

Samsung Galaxy F05 5g ফোনের ডিসপ্লে  টাইপ

Samsung Galaxy F05 5g এই ফোনটিতে PLS LCD ডিসপ্লে রয়েছে এবং এটি 800 nits HBM ব্রাইট নিয়ে দেয় ।এটি যথেষ্ট ব্রাইট ডিসপ্লে এবং এর ডিসপ্লের কোয়ালিটি ভালো ।

স্যামসাং গ্যালাক্সি এফ 05 5 জি ফোনের ডিসপ্লে সাইজ

এই ফোনটিতে HD+ 6.7 ইঞ্চি ডিসপ্লে রয়েছে । এর বেজের এই প্রাইসের তুলনায় বেশ পাতলা করে দেওয়া হয়েছে । এমনিতে মাল্টিমিডিয়া এক্সপেরিয়েন্স করতে গেলে অথবা অনলাইনে বিভিন্ন কোন ওয়েবপেজ দেখতে গেলে এই ডিসপ্লেটা যথেষ্ট ভালো এক্সপেরিয়েন্স দেবে ।ফোনটির ডিসপ্লের পিন্টু বডি রেশিও 83.6% এবং এর ডিসপ্লে রেজুলেশন ৭২০ বাই ১৬০০ পিক্সেল । ফোনটির পি পি আই ডেনসিটি 262ppi ।

Samsung Galaxy F05 5g মোবাইলের RAM & ROM

Samsung এর এই ফোনটি মার্কেটে দুইটি ভ্যারিয়েন্টে এসেছে । 4GB Ram 128GB Rom ,6GB Ram 128GB Rom । কোনটির সিম কার্ড slot টাইপ microSDXC । ফোনটিতে ১২ জিবি ভার্চুয়াল র‍্যাম দেওয়া হয়েছে ।

স্যামসাং গ্যালাক্সি এফ 05 5 জি ফোনের প্রসেসর / Processors

Samsung Galaxy F05 5g
Samsung Galaxy F05 5g

এখানে মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 প্রসেসর রয়েছে এবং এটি ডুয়েল 5G সাপোর্ট ,Carrier Aggregation এসব কিছু অনেক কম প্রাইসে পাওয়া যাবে Samsung এর ফোনটিতে । এই প্রসেসরটা যথেষ্ট পাওয়ার ফুল এবং ফোনটির AnTuTu Benchmark স্কোর চার লাখেরও উপরে । ফোনটির যাতে ভালো পারফরম্যান্স পাওয়া যায় ,মাল্টিটাস্কিন করা যায় তার জন্য ফোনটিতে ১২ জিবি র‍্যাম প্লাস দেওয়া হয়েছে । অর্থাৎ মূল র‍্যাম এবং তার সাথে ভার্চুয়াল র‍্যাম । এত কিছু থাকায় গেম স্মুদলি খেলা যায় ,স্মথ লাইভস্ট্রিম করা যাবে ,ফাস্ট ডাউনলোড হবে ।

আরো পড়ুন – Oneplus 13

স্যামসাং গ্যালাক্সি F05 5G ফোনের অপারেটিং সিস্টেম / Operating System

এখানে ফোনটিতে আউট অফ দা বক্স অ্যান্ড্রয়েড 15 রয়েছে । এই ফোনটিতে নক সিকিউরিটি রয়েছে । ফোনটি UI 7.0 সাপোর্ট করে । এই ফোনে চার বছরের এন্ড্রয়েড আপডেট এবং চার বছরের সিকিউরিটি আপডেট দেয়া হয়েছে ,যেটা এই প্রাইসের ফোনে খুব একটা আশা স্বরূপ ছিল না ।

Samsung Galaxy F05 5g ফোনের সেন্সর গুলো / Sensors

Samsung Galaxy F05 5g ফোনটির সাইডে পাওয়ার বাটনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেয়া হয়েছে । এর রেসপন্স অনেক ফাস্ট । এই ফোনটিতে ভয়েস ফোকাস মুড রয়েছে ,যা সাধারনত samsung এর দামি ফোনের পাওয়া যায় । কিন্তু স্যামসাং তাদের কম প্রাইজের এই ফোনটিতেও এটি দিয়েছে । এটি থাকার ফলে যদি কোন জায়গায় প্রচুর আওয়াজ হয় তখন কল করার ক্ষেত্রে যেন নয়েজ না আসে ঠিকঠাক নয়েজ কনসুলেশন তার জন্য এই মুডটা দেওয়া হয়েছে ।

স্যামসাং গ্যালাক্সি এফ 05 5g ফোনের ব্যাটারি / Battery

এই ফোনটি যেরকম পাতলা এবং হালকা তা দেখে মনে হবে এর ব্যাটারি ব্যাকআপ কেমন । এই ফোনে 5000mAh ব্যাটারি রয়েছে এবং তার সাথে সাথে ফোনটিতে 25 ওয়ার্ডের ফার্স্ট চার্জিং রয়েছে । যার ফলে সারাদিন ফোনটির ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে ।

স্যামসাং গ্যালাক্সি এফ 05 ফাইভ জি ফোনের ক্যামেরা / Camera

Samsung Galaxy F05 5g

ফোনটির ব্যাকসাইডে ৫০ মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা রয়েছে । মেইন ক্যামেরা ৫০ মেগাপিক্সেলের এবং ক্যামেরায় তোলা ছবির কোয়ালিটি পারফেক্ট । এখানে এছাড়াও সেলফি ক্যামেরা হিসেবে আট মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে ।

Samsung Galaxy F05 5g ভিডিও / Video

Samsung Galaxy F05 5g ফোনটির ভিডিওর ক্যামেরার ক্ষেত্রে ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরায় দুটোতেই ফুল HD 30fps এ ভিডিও রেকর্ড করা যায় ।

Samsung Galaxy F05 5g ফোনটির দাম বাংলাদেশে কত ?

Samsung Galaxy F05 5g ফোনটি ২০ শে ফেব্রুয়ারি 2025 এ রিলিজ হয়েছে । এই ফোনটি এখনো বাংলাদেশে লঞ্চ হয়নি ।ফোনটির 4GB Ram 128GB Rom এর বাংলাদেশে আনুমানিক প্রাইজ 15,000 টাকা ।

আরো পড়ুন – xiaomi redmi note 14

Conclusion

Samsung এর F সিরিজের ফোনে Samsung প্রতিবারই নতুন কিছু দেওয়ার চেষ্টা করে । আগে স্যামসাংয়ের ফোনে যে ধরনের প্যাটার্ন বা যে ধরনের ডিজাইন রয়েছে তার থেকে samsung এবার অন্যরকম কিছু করার চেষ্টা করেছে । এই ফোনটিতে Ripple Glow ডিজাইন রয়েছে যার কারণে এটি দেখতে খুবই ইউনিক এবং প্রিমিয়াম লাগবে । এই ফোনটিতে ১২ টি ফাইভ টি ব্র্যান্ড সাপোর্ট করছে । এই প্রাইসে ফোনটি ভালো প্রফেসর এর জন্য ,ভালো 5G এর জন্য ,ভালো ইউআই এর জন্য ,সফটওয়্যার আপডেট এর জন্য এবং ভালো ক্যামেরা ,ব্যাটারি ,ডিসপ্লে এর জন্য একদম পারফেক্ট রয়েছে ।সাধারণত samsung এর ফোনের স্পেশালিটি হলো যেসব জায়গায় সিগনাল কম থাকে সেসব জায়গায় ভালো সিগনাল পাওয়ার জন্য নেটওয়ার্ক কাভারেজ এর জন্য 5g এন্টেনা থাকে । Samsung এর এই ফোনটিতে চারটি ফাইভ-জি অ্যান্টেনা রয়েছে । এই ফোনে 5000mAh ব্যাটারি রয়েছে এবং তার সাথে সাথে ফোনটিতে 25 ওয়ার্ডের ফার্স্ট চার্জিং রয়েছে । যার ফলে সারাদিন ফোনটির ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে ।ফোনটির ব্যাকসাইডে ৫০ মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা রয়েছে । । মাল্টিমিডিয়া এক্সপেরিয়েন্স করতে গেলে অথবা অনলাইনে বিভিন্ন কোন ওয়েবপেজ দেখতে গেলে এই ডিসপ্লেটা যথেষ্ট ভালো এক্সপেরিয়েন্স দেবে ।এই ফোনে চার বছরের এন্ড্রয়েড আপডেট এবং চার বছরের সিকিউরিটি আপডেট দেয়া হয়েছে ,যেটা এই প্রাইসের ফোনে খুব একটা আশা স্বরূপ ছিল না ।

FAQ

প্রশ্ন : Samsung Galaxy F05 5g ফোনটিতে কত nits HBM ব্রাইটনেস রয়েছে ?

উত্তর : Samsung Galaxy F05 5g ফোনটিতে 800 nits HBM ব্রাইটনেস রয়েছে ।

প্রশ্ন : স্যামসাং গ্যালাক্সি এফ 05 ফাইভ জি ফোনটিতে কত মিলিমিটার হেডফোন জ্যাক পোর্ট রয়েছে ?

উত্তর : স্যামসাং গ্যালাক্সি এফ 06 ফাইভ জি ফোনটিতে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক পোর্ট রয়েছে ।

প্রশ্ন : স্যামসাং গ্যালাক্সি এফ 05 ফাইভ জি মোবাইলের পুরুত্ব কত ?

উত্তর : স্যামসাং গ্যালাক্সি এফ 06 ফাইভ জি মোবাইলের পুরুত্ব 8 মিলিমিটার ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top