Xiaomi Redmi Note 14 price in bangladesh | ফিচার এবং দাম

Xiaomi Redmi Note 14 মোবাইলের বাংলাদেশের দাম ?

Xiaomi Redmi Note 14 মোবাইলটি ১৪ই জানুয়ারি ২০২৫ এ বাংলাদেশের রিলিজ হয়েছে এবং ফোনটি অফিসিয়াল বিক্রি শুরু হয়েছে । বাংলাদেশে শাওমির এই ফোনটির 6GB Ram 128GB Rom এর অফিসিয়ালি প্রাইজ 23,999 টাকা ।

Xiaomi Redmi Note 14
Xiaomi Redmi Note 14

Xiaomi Redmi Note 14 মোবাইলের ডিসপ্লে টাইপ 

এই ফোনটিতে  Amoled ডিসপ্লে রয়েছে  । এই ফোনটিতে পাঞ্চ হোল যুক্ত ডিসপ্লে দেওয়া হয়েছে ।  এই ফোনটির রিফ্রেস রেট 120Hz যা HDR10+  সাপোর্ট করে । মোবাইলটি ডিসপ্লেতে 2100 nits ব্রাইটনেস থাকার কারণে ইনডোর অথবা আউটডোর অর্থাৎ প্রখর আলোতেও ফোনটি ব্যবহার করতে একদমই প্রবলেম ফেস করতে হয় না । এই ডিসপ্লের টাচ Sampling রেট 240Hz । হায়ার রিফ্রেসার এর সাথে ভালো টাচ Sampling রেড থাকার কারণে ট্রানজেকশন সবকিছুতে ভালো একটা এক্সপিরিয়েন্স পাওয়া যাবে । 

Xiaomi Redmi Note 14 মোবাইলটির ডিসপ্লে সাইজ 

Xiaomi Redmi Note 14  মোবাইলটির ডিসপ্লে সাইজ 6.67  ইঞ্চি এবং ফুল HD+ রেজুলেশনের এমোলেড ডিসপ্লে থাকছে । এই ফোনটির স্কিন টু বডি রেশিও 87.4% । এই মোবাইলের ডিসপ্লে রেজুলেশন 1080 পিক্সেল থেকে 2400 পিক্সেল পর্যন্ত রয়েছে । ফোনটির পিক্সেল ডেন্সিটি 395 ppi । এই ফোনটির ডিসপ্লে কে প্রটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস ফাইভ । এই ফোনটির ডিসপ্লে অনেক শার্প এবং কালারফুল । এই ফোনটিতে Widevine L1 Certification এর সাপোর্ট রয়েছে । যার কারণে যার কারনে বিভিন্ন মুভি , ভিডিও আপনারা HD তে উপভোগ করতে পারবেন । এই ফোনের ডিসপ্লেতে শাওমি রিডিং মুড এড করেছে । রাতের বেলা আপনি যখন ফোনটিকে ইউজ করেন, তখন রিডিং মুড অন করলে ফোন থেকে আসা  ব্লু ক্ষতিকর রশ্মি আপনার চোখে লাগবেনা এবং সেটার জন্য এই ফোনে SGS Low Blue Light সার্টিফিকেশন রয়েছে ।   

Xiaomi Redmi Note 14 মোবাইলের বডি সাইজ

Xiaomi Redmi Note 14 মোবাইলের দৈর্ঘ্য 162.4 মিলিমিটার , প্রস্থ 75.7  মিলিমিটার এবং পুরুত্ব 8  মিলিমিটার । এই ফোনটির বডির ডিজাইন পার্সোনালি অনেক ভালো এবং বক্সি শেপের ডিজাইন রয়েছে । এই ফোনের পেছনের দিকটা একদম ফ্ল্যাট এবং সাইড ফ্রেম টুকুও ফ্ল্যাট । বস্তুতপক্ষে এটি একটি প্লাস্টিক ভিল্ডের তৈরি কিন্তু প্লাস্টিক হলেও এটি কখনো চিপ ফিল হয় না । এই ফোনটির ওজন ১৯০ গ্রাম এবং ফোনটির ব্যাকসাইড প্লাস্টিক দ্বারা তৈরি । এই ফোনটিতে দুইটি ন্যানো সিম রয়েছে । এই ফোনটিতে আইপি রেটিং IP64  রয়েছে । যার কারণে ফোনটি জল থেকে সুরক্ষিত । এই ফোনটির ডান পাশে পাওয়ার বাটন এবং ভলিউম বাটন রয়েছে ।  যা একদম পারফেক্টলি রয়েছে । এই ফোনটি নিচের দিকে টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে ।  এই ফোনটির উপরে ডুয়েল স্টুডিও স্পিকার দেয়া হয়েছে । 

আরো পড়ুন – Xiaomi redmi note 14

শাওমি রেডমি নোট 14 মোবাইলের অপারেটিং সিস্টেম 

 Xiaomi Redmi Note 14 মোবাইলটি এন্ড্রয়েড 14  এ রয়েছে ।  এই ফোনটির সাথে হাইপার ও এস আছে । এই ফোনের উপরের সাইডে 3.5 মিলিমিটারের একটি হেডফোন জ্যাক দেওয়া হয়েছে । শাওমির এই ফোনটির সাথে IR ব্লাস্টার দেওয়া হয়েছে । যা থাকার কারণে আপনি আপনার বাড়ির টিভি, এসি বা অন্য কিছু রিমোটের বদলে আপনি ফোন দিয়ে কন্ট্রোল করতে পারবেন । এই ফোনটির সাথে আপনারা চার বছরের মেজর আপডেট এবং ৬ বছরের সিকিউরিটি আপডেট পাবেন । 

Xiaomi Redmi Note 14 ফোনটির প্রসেসর 

Xiaomi Redmi Note 14 ফোনটিতে প্রসেসর হিসেবে রয়েছে Mediatek Dimensity 7025 Ultra । এই প্রসেসরের ট্রানজিস্টর সাইজ 6 ন্যানোমিটার । এটি একটি অক্টাকোর প্রসেসর । এই প্রসেসরে দুইটি 2.5 GHz  এবং ছয়টি 2.0 GHz প্প্রসেসর কোর রয়েছে । এটা খুবই সক্ষম একটি  চিপসেট । এই মোবাইলের জিপিইউ হিসেবে Mali-G57 MC2 আছে  ।

শাওমি রেডমি নোট 14 মোবাইলের রাম এবং রোম 

এই ফোনটির নিচে একটি সিম কার্ড ট্রে দেওয়া হয়েছে । যেখানে আপনি ইজিলি দুইটি সিম কার্ড অথবা একটি সিম কার্ড এবং একটি মাইক্রো এসডি কার্ডব্যবহার করতে পারবেন । শাওমি রেডমি নোট 14  মোবাইলের দুইটি ভার্সন রয়েছে । ফোনটিতে 128GB Rom 12GB Ram ,256GB Rom 8GB Ram রয়েছে । এই ফোনটিতে র‍্যাম টাইপ থাকছে LPDOR 4X এবং রোম টাইপ থাকছে UFS 2.2 । এটার ডাটা রিড এবং রাইড এর জন্য পারফেক্ট । ফোনটির রেম ম্যানেজমেন্ট মোটামুটি ভালো ব্যাকগ্রাউন্ডে বেশ কিছু অ্যাপস রেখেও মোটামুটি স্থিতিশীল একটি পারফরম্যান্স পাওয়া যায় । 

Xiaomi Redmi Note 14 মোবাইলের ক্যামেরা 

Xiaomi Redmi Note 14
Xiaomi Redmi Note 14

Xiaomi Redmi Note 14 ফোনটির ক্যামেরা হাউসিং 2020 একটি কমন ডিজাইন । শাওমির এই ফোনটিতে ব্যাক সাইডে ট্রিপল ক্যামেরা এবং সেলফির জন্য একক ক্যামেরা রয়েছে । ফোনটির পেছনে 50 মেগাপিক্সেলের ২৬ মিলিমিটার ওয়াইড অ্যাঙ্গেলে ক্যামেরা রয়েছে । যার লেন্সের এপার্টচার f/1.5 । এছাড়াও এই ফোনটিতে ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এবং ২ মেগাপিক্সের ম্যাক্রো ক্যামেরা রয়েছে । আল্ট্রা ওয়াইড ক্যামেরাটি ২১ মিলিমিটার এবং এর লেন্সের এপার্টচার f/2.2 । ম্যাক্রো ক্যামেরা লেন্সের এপার্টচার f/2.4 ।  প্রপার লাইট কন্ডিশনে এই ক্যামেরাটি বেশ ভালো মানের ছবি produce করতে পারে এবং ছবিগুলো অনেক ন্যাচারাল হয় । ক্যামেরাটির পোর্ট্রেট মুডে যে সাবজেক্ট সেপারেশন সেটাও মোটামুটি ঠিকঠাক রয়েছে । শাওমি  তাদের এই ফোনের ক্যামেরায় এআই যুক্ত করেছে । লো লাইট এরিয়ায় এই ফোনের ক্যামেরার পারফরম্যান্স ও বেশ ভালো ।এই ফোনটি ২০ মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা রয়েছে এবং ক্যামেরাটির লেন্সের এপার্টচার f/2.2 । ফোনটির সেলফি ক্যামেরা বেশ ভালো মানের ছবি তুলতে সক্ষম এবং ছবিগুলোর ডিটেলস এবং সার্কনেস অনেক ভালো হয় ।

Xiaomi Redmi Note 14 মোবাইলের ভিডিও 

এই মোবাইলের প্রধান ক্যামেরা দিয়ে ৫০ মেগাপিক্সেলের সর্বোচ্চ 1080p এ 30fps পর্যন্ত ভিডিও শুট করা যায় । ভিডিওর কোয়ালিটি অনেক ভালো এবং ফুটেজ মোটামুটি রয়েছে । ফোনটির সেলফি ক্যামেরা দিয়ে 1080p  তে 30fps  ভিডিও শুট করা যায় । 

শাওমি রেডমি নোট 14 মোবাইলের সেন্সর গুলি 

শাওমির এই মোবাইলটিতে ফেস আনলক এর পাশাপাশি আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে । যেটা যথেষ্ট ফার্স্ট এবং একুরইড । আরো ফোনটিতে  accelerometer ,gyro ,proximity ,compass সেন্সর রয়েছে । 

Xiaomi Redmi Note 14 মোবাইলের ব্যাটারি 

এই ডিভাইসটির সাথে 5110 mAh এর ব্যাটারি রয়েছে । যার কারণে এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ আপনি বেশি পাবেন । মিডিয়াম ইউজাররা ফোনটি দুই দিন ব্যবহার করতে পারবেন । ফোনটির সাথে ৪৫ ওয়ার্ডের একটি অ্যাডাপ্টার রয়েছে ।

আরো পড়ুন – Xiaomi redmi note 14

Conclusion

বাংলাদেশের মার্কেটে লঞ্চ হওয়া রেডমি ফোন গুলো প্রাইজ এবং স্পেসিফিকেশন এর দিক থেকে বরাবরই এগিয়ে থাকে । যার কারনে redmi সিরিজের ফোন গুলো অনেক সময় জাতীয় স্মার্টফোনের খেতাব অর্জন করেছে । ২০২৫ সালে redmi সিরিজের আরো একটি নতুন স্মার্ট ফোন লঞ্চ করা হয়েছে তা হলো শাওমি রেডমি নোট 14  । এই ফোনটিতে IP64 রেটিং রয়েছে ।  যার কারণে ফোনটি জল থেকে সহজে রক্ষা করা যাবে । এই ফোনটির সাথে চার বছরের মেজর আপডেট এবং ৬ বছরের সিকিউরিটি আপডেট পাবে । শাওমির এই ফোনটির সাথে IR ব্লাস্টার দেওয়া হয়েছে ।  আপনি আপনার বাড়ির টিভি, এসি বা অন্য কিছু রিমোটের বদলে আপনি ফোন দিয়ে কন্ট্রোল করতে পারবেন । ফোনটিতে হায়ার রিফ্রেসার এর সাথে ভালো টাচ Sampling রেড থাকার কারণে ট্রানজেকশন সবকিছুতে ভালো একটা স্মুদ এক্সপিরিয়েন্স পাওয়া যাবে । এই ফোনটির ৫০ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরায় প্রপার লাইট কন্ডিশনে বেশ ভালো মানের ছবি ক্যাপচার করতে পারে । ছবিগুলো অনেক ন্যাচারাল হয় । ক্যামেরাটির পোর্ট্রেট মুডে যে সাবজেক্ট সেপারেশন সেটাও মোটামুটি ঠিকঠাক রয়েছে । ফোনটির সেলফি ক্যামেরা বেশ ভালো মানের ছবি তুলতে সক্ষম । ছবিগুলোর ডিটেলস অনেক ভালো হয় । এই ডিভাইসটির সাথে 5110 mAh এর ব্যাটারি রয়েছে ।  এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ আপনি বেশি পাবেন । তাই বলা যায় এই বাজেটের মধ্যে redmi এর এই ফোনটি অনেক ভালো পারফরম্যান্স করবে ।

Xiaomi redmi note 14 ( FAQ)

প্রশ্ন : শাওমি রেডমি নোট 14 মোবাইলটির প্রসেসর কেমন ?

উত্তর : শাওমি রেডমি নোট 14 মোবাইলটিতে Mediatek Dimensity 7025 Ultra প্রসেসর রয়েছে ।

প্রশ্ন : শাওমি রেডমি নোট 14 ফোনটির বাংলাদেশের মার্কেটে দাম কত ?

উত্তর : শাওমি রেডমি নোট 14  ফোনটির বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালি দাম 23,999 টাকা । 

প্রশ্ন : Xiaomi Redmi Note 14 ফোনটির ডিসপ্লে কেমন ?

উত্তর : Xiaomi Redmi Note 14 ফোনটিতে 6.67 ইঞ্চি Amoled ডিসপ্লে রয়েছে ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top